• Home
  • Technology Facts

গুগল আমাদের সম্পর্কে এত কিছু জানে ? জেনে হতবাক হয়ে যেতে হবে !

এখন কার দিনে আমরা গুগল ছাড়া এক মুহূর্তও চলতে পারিনা ! আমাদের জীবনের সঙ্গে গুগল অঙ্গাঙ্গিভাবে জড়িত ! আমরা মানি অথবা না মানি, এই কথাটা সত্যি ! আর এখানেই আসে সব থেকে বড় প্রশ্ন – গুগল আমাদের সম্পর্কেও কি কিছু জানে ? 

কিন্তু আমরা কখনও ভেবে দেখেছি কি গুগল আমাদের সম্বন্ধে কি কি জানে ? যদি কখনও না ভেবে থাকি তাহলে ভাবার সময় এখনই। 

তুমি যা ভাবতেও পারোনা গুগল সেই সমস্ত কিছু জানে তোমার সম্বন্ধে ! 

চলো, আজ জেনে নিই গুগল কি কি জানে আমাদের সম্পর্কে !

এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে ! আর তা হল গুগল আমাদের সম্পর্কে ঠিক কি কি জানে ?

সম্পূর্ণ বিষয়টিকে ভিডিওতে দেখো এখানে !

[embedyt] https://www.youtube.com/watch?v=eT2cRNEOTeM[/embedyt]

গুগল আমাদের সম্পর্কে কি কি জানে ?

what google knows about you

তুমি কোন কোন জায়গায় গিয়েছো !

শুনতে অবাক লাগলেও সত্যি, তুমি যদি এন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করো তাহলে গুগল জানে তুমি কোথায় কোথায় গিয়েছো ! 

এবং গুগল সমস্ত কিছু ট্রাক করে রাখে তোমাদের টার্গেটেড এডভারটাইসমেন্ট দেখানোর জন্য !

ব্যাপারটা সহজ করে বলি, প্রত্যেক জনপ্রিয় ব্র্যান্ড অথবা কোম্পানি গুগলে এড দিয়ে রাখে। 

তাই তুমি যদি তাদেরই কোনো শো রুমে যাও ও তোমায় লোকেশন অন করা থাকে তাহলে গুগল সেটাকেই ট্রাক করে তোমাকে তাদেরই এড দেখায় !

তুমি কোন কোন ওয়েবসাইট ভিসিট করেছ !

আমরা সবাই গুগল ক্রমের খুব ভক্ত।

আমরা প্রায় সকলেই গুগল ক্রোম ব্যবহার করি ও আমাদের সমস্ত কাজ কর্ম অর্থাৎ ওয়েবসাইট একসেস, অনলাইন শপিং, ব্যাংকিং রিলেটেড সমস্ত কাজ কর্ম অথবা অবসর সময়ে আমাদের যা কিছু করার বা দেখার তা সমস্ত কিছু একসেস করি আমরা ক্রোম ব্রাউজারেই !

আর শুনতে অবাক লাগলেও, এই সমস্ত কিছুই ট্রাক করা হয় ! এবং সেই রিলেটেড এড দেখানো হয় আমাদের ! 

অর্থাৎ তুমি কত বার পর্ন ওয়েবসাইটে ভিসিট করেছ, তা তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড না জানলেও, গুগল ঠিকই জানে !

আরও জানো : দীর্ঘক্ষণ স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করো ? তাহলে অবশ্যই চোখের যত্ন নাও এইভাবে !

তুমি কোন প্রোডাক্ট পছন্দ করো !

কখনও অনলাইনে শপিং করতে গিয়ে কোনো প্রোডাক্ট তোমার ভালো লেগেছে ? বার বার কিনতে চেয়েও সেটাকে কিনতে পারোনি ? 

শুনলে অবাক হবে, গুগল এটাও জানে ! 

খেয়াল করে দেখবে নানান ওয়েবসাইট একসেস করার সময় সেই প্রোডাক্ট টিকেই তোমাকে এড হিসাবে দেখানো হচ্ছে !

গুগল জানে তোমার ব্যাংকে কত টাকা আছে !

হতবাক করে দেবার মতই ব্যাপার। তোমার ব্যাংক একাউন্টে কত টাকা আছে তার হদিশও জানে গুগল।

তুমি যদি গুগল পে ব্যবহার করো তাহলে গুগলের এটা জন্য খুবই সহজ ব্যাপার। 

যারা গুগল পে সম্পর্কে জানোনা তাদের জন্য বলি, গুগল পে হল গুগলের এক পেমেন্ট সার্ভিস, সদ্য সদ্য শুরু হলেও এটা এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে সকলের মধ্যেই। আর এতে অসাধারণ সব মানি ব্যাক ডিলস ও থাকে। 

তোমার যদি এখানে একাউন্ট করা না থাকে তাহলে এক্ষুনি একাউন্ট তৈরি করে নাও আর প্রথম মানি ট্রান্সফারের পরই জিতে যাবে টাকা। 

তুমি কোন ধরণের ভিডিও পছন্দ করো !

তুমি নিশ্চই জেনে থাকবে যে ইউটিউবও গুগলেরই একটি সার্ভিস। আর এখানেও তুমি কোন ধরণের ভিডিও বেশি দেখছো, বা কোন ধরণের ভিডিও দেখতে পছন্দ করছো তা সমস্ত কিছুই ট্রাক করে গুগল। 

what google knows about you

তোমার কোনো এফেয়ার চলছে কিনা !

তোমার বেটার হ্যাফ না জানলেও গুগল অবশ্যই জানে। তুমি সারাদিনে কার সাথে বেশি কথা বলছো ! বা কার সাথেই বেশি টেক্সট মেসেজিং করেছো এবং তাতে কি লিখেছো তা সব কিছুই গুগল জানে। 

অর্থাৎ তোমার যদি এফেয়ার চলে তা অন্য কেউ জানুক বা না জানুক, গুগল অবশ্যই জানে। 

আরও জানো : ইন্টারনেট -এ যা আমাদের একদমই করা উচিত নয় !

তুমি লুকিয়ে কোথায় কোথায় গেছ !

বাড়িতে লুকিয়ে তুমি যেখানেই যাওনা কেন, অন্যান্য কেউ না জানলেও গুগল অবশ্যই জানে তুমি লুকিয়ে কোথায় কোথায় গেছো বা কোন জায়গায় যেতে পছন্দ করো। 

তুমি যদি কোনো এন্ড্রয়েড ফোন ব্যবহার করো ও গুগলের বেশির ভাগ প্রোডাক্টই ব্যবহার করো তাহলে গুগল এগুলো সবই জানতে পারে তোমার সম্পর্কে। আরও অনেক বিষয়ই আছে যা গুগল জানে আমাদের সম্পর্কে। 

এবং তুমি চাইলে এগুলোকে বন্ধও করতে পারবে খুব সহজেই। 

গুগল তোমার সম্পর্কে এতো কিছু জানে কেন ?

গুগলের এই জানা নিয়ে বিতর্কের ও শেষ নেই ! তবে এবার সবার মনেই প্রশ্ন আসে গুগল এত কিছু কেন জানে তোমার সম্পর্কে ? 

সোজা ভাষায় বলতে গেলে এটাই গুগলের বিজনেস পলিসি !

তুমি গুগলের সমস্ত প্রোডাক্ট অনেকাংশেই বিনামূল্যে ব্যবহার করছ আর তার পরিবর্তে তোমার থেকে এই সমস্তরকমের ইনফরমেশন সংগ্রহ করে গুগল তোমাকে টার্গেটেড এড দেখাচ্ছে, ও যা থেকে তারা ইনকাম করছে !

গুগল বলে তোমার সম্পর্কিত সমস্ত তথ্যই তাদের কাছে সেফ ও এনক্রিপ্টেড থাকে ! এবং যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হল তুমি চাইলেই গুগল তোমার সম্পর্কে কি তথ্য কালেক্ট করবে তা ঠিক করে দিতে পারো ! 

আর সব থেকে ভালো, গুগল কি জানে তোমার সম্পর্কে তা যেকোনো সময় দেখতে পারো ও চাইলে মডিফাই করতে পারো !

সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter , Telegram , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !

Click Here to Leave a Comment Below 1 comments
Aditi - November 30, 2019

OMG

Reply

Leave a Reply:

error: Content is protected !!