এবার হোয়াটসঅ্যাপ এও দেখানো হবে অ্যাড ? জেনেনিন বিস্তারিত !
হোয়াটসঅ্যাপ সম্পর্কে এখন আর বিস্তারিতভাবে পরিচয় দেওয়ার কিছু নেই। আমরা সবাই হোয়াটসঅ্যাপ সম্পর্কে পরিচিত। কিন্তু এবার এই হোয়াটসঅ্যাপে আসতে চলেছে অ্যাড অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট!
কেমন হবে এই অ্যাড ?
গতবছর নেদারল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ফেসবুক মার্কেটিং সামিট এ একটি বড়সড় ঘোষণা করে ফেসবুক ।
তারা জানিয়ে দেয় এবার থেকে হোয়াটসঅ্যাপে দেখানো হবে অ্যাড অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট।
এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ আমরা ইউজ করি সম্পূর্ণ বিনামূল্যে।
ফেসবুক এই মেসেজিং প্লাটফর্ম থেকে কিনে নেওয়ার আগে পর্যন্ত 1 বছর পর্যন্ত যেকোনো ইউজার হোয়াটসঅ্যাপ কে বিনামূল্যে ব্যবহার করতে পারত।
তারপর তাদের দিতে হতো একটি সাবস্ক্রিপশন চার্জ।
আরও জানুন : কীভাবে আপনার Laptop/Desktop থেকে Whatsapp ব্যবহার করবেন ?
ফেসবুক হোয়াটসঅ্যাপ কে কিনে নেওয়ার পর সেই ঘটনার পরিবর্তন ঘটে ।
তারপর হোয়াটসঅ্যাপে আসতে থাকে একের পর এক প্রয়োজনীয় ফিচারস ।
জনপ্রিয়তা তার সাথে বাড়তে থাকে তাল মিলিয়ে ।
তবে এরই মধ্যে এই খবর হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তাকে অনেকটাই কমিয়ে দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
হোয়াটসঅ্যাপ বলছে তারা এড দেখাবে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে।
যদিও এই মেসেজিং কোম্পানি এখনো বলেনি কবে থেকে অ্যাড দেখানো শুরু হবে। তবে এটা বোঝা যাচ্ছে এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা।
বেশিরভাগ প্ল্যাটফর্মের মতোই এখানেও এড দেখানো হবে আপনার ইন্টারেস্ট অনুযায়ী ।
অর্থাৎ আপনি যে বিষয়ে বেশি ইন্টারেস্টেড সেই বিষয়ে নানান এড আসবে আপনার স্ট্যাটাসবারে ।
অর্থাৎ আপনি যে বিষয়ে বেশি ইন্টারেস্টেড সেই বিষয়ে নানান এড আসবে আপনার স্ট্যাটাসবারে ।
আর সেখানে সেই পার্টিকুলার এড কে দিয়েছেন সেটাও ছোট করে দেখিয়ে দেওয়া হবে বলে ক্লেইম করছে হোয়াটসঅ্যাপ।
আপনি কি মনে করেন এই অ্যাড দেখানো ইউজারদের পক্ষে ভালো হবে ? বা এই অ্যাড সম্পর্কে আপনার মতামতই বা কি তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না !
সাবস্ক্রাইব করুন , শ্রেষ্ঠ থাকুন
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন !