• Home
  • TechMate

এবার হোয়াটসঅ্যাপ এ আসতে চলেছে নতুন এক ফিচার ! খুবই সুবিধা হবে ইউজারদের !

দিন বদলের সাথে সাথে হোয়াটসঅ্যাপ একের পর এক ফিচার নিয়ে আসছে তাদের ইউজারদের জন্য ।

এবং যার ফলে একের পর এক নতুন কার্যকারিতা যোগ হয়ে চলেছে। 

এর প্রত্যেকটিই আপডেট এই অ্যাপ্লিকেশন কে আরও সমৃদ্ধ করে চলেছে।

তেমনি আরেক নতুন ফিচার যোগ হতে চলেছে এই হোয়াটসঅ্যাপ এ। 

এই ফিচার অলরেডি লক্ষ্য করেছে WPBetaInfo !

হোয়াটসঅ্যাপের ওপর নিরন্তন রিসার্চ চালিয়ে যায় এরা এবং পর্যবেক্ষণ করে যায় এর নানান আপডেট। 

তারা লক্ষ্য করেছে যে হোয়াটসঅ্যাপ আগামী দিনে অদৃশ্য হয়ে যাওয়া মেসেজ নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ  !

হোয়াটসঅ্যাপ নতুন ফিচার

কী এই হোয়াটসঅ্যাপ এর নতুন ফিচার ?

WPBetaInfo এর মতে হোয়াটসঅ্যাপ একটি ডিজাপিয়ারিং মেসেজ ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। 

যার সাহায্যে তোমার নির্দিষ্ট করে দেওয়ার সময় এরপর তোমারই পাঠানো মেসেজটি অটোমেটিক্যালি রিমুভ করে দেওয়া হবে ।

এই ফিচারটি টেলিগ্রামে অনেক আগে থেকেই ছিল।

এবার সেটিও নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ।

এই ফিচারটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সেনসিটিভ তথ্য শেয়ার করে অপরের সাথে। 

আরও জানো : YouTube Gears গাইড !

এই নিয়ে হোয়াটসঅ্যাপ এখনও কিছু ঘোষণা করেনি যদিও।

তবে সমস্ত কিছু এখন পরীক্ষা-নিরীক্ষার পর্যায় চলছে।

সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই আপডেট দেখতে পেয়ে যাব আমরা আমাদের হোয়াটসঅ্যাপে।

আর কি কি সুবিধা থাকছে হোয়াটসঅ্যাপ এর নতুন ফিচার এ ?

কিছু কিছু তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে এই ডিজাপিয়ারিং মেসেজ ফিচারটি আপাতত গ্রুপের ক্ষেত্রেই এনেবেল থাকবে।

তুমি যদি কোন গ্রুপের সদস্য হও তাহলে সেই গ্রুপে এই ধরনের ডিজাপিয়ারিং মেসেজ অর্থাৎ অদৃশ্য হয়ে যাওয়া মেসেজ সেন্ড করতে পারবে।

এবং স্বভাবতই তোমার মেনশন করে দেওয়া নির্দিষ্ট সময় পর সেই মেসেজটি ডিলিট হয়ে যাবে অটোমেটিক।

এবং তারপর কোনভাবেই সেটিকে কেউ অ্যাক্সেস করতে পারবেনা।

আরও জানো : তোমার হোয়াটসঅ্যাপ কে নিরাপদ রাখবে কীভাবে ?

এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে তা থেকে বোঝা যাচ্ছে যে পাঁচ সেকেন্ড ও একঘন্টা এই দুটোর সময় উল্লেখিত থাকছে হোয়াটসঅ্যাপের এই ফিচারে।

আর মেসেজের ক্ষেত্রে এই দুটো সময়ের মধ্যে যে কোন একটিকে তোমায় উল্লেখ করে দিতে হবে। 

তাহলে তার পর তোমার মেসেজ অটোমেটিক ডিলিট হয়ে যাবে সেই সময়ের পর। 

এখন দেখার এই ফিচার কবে সবার জন্য এভেলেবেল হয়।

এর আগেও আমরা আলোচনা করেছি কীভাবে তুমি তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কে খুব সহজেই সরাসরি শেয়ার করতে পারবে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে।

তুমি যদি সেটাও জানতে চাও তাহলে আমাদেরই করা ভিডিওটি অবশ্যই দেখে নাও !

[embedyt] https://www.youtube.com/watch?v=WZW6zRaV8xg[/embedyt]

সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!