হোয়াটসঅ্যাপ -এ কার কার সাথে বেশি চ্যাট করেছো তা কীভাবে জানবে ?
হোয়াটসঅ্যাপ এখন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে।
সব সময় এটি আমাদের কাজে লেগে থাকে।
অডিও কল হোক বা ভিডিও কল, ভয়েস মেসেজ হোক বা ছবি ও ভিডিও পাঠানো।
সমস্ত কিছুতেই হোয়াটসঅ্যাপ এর জুড়ি মেলা ভার।
আজকের ট্রিকসটি তোমাদের সাথে শেয়ার করব তার সাহায্যে তুমি খুব সহজেই জানতে পারবে হোয়াটসঅ্যাপে কার সাথে কতটা চ্যাট করেছো বা কার সাথে খুব বেশি পরিমাণে চ্যাট করা হয়েছে ।
হোয়াটসঅ্যাপ -এ কার কার সাথে বেশি চ্যাট করেছো তা কীভাবে জানবে ?
হোয়াটসঅ্যাপ -এ কার সাথে কত চ্যাট করেছো তা জানার জন্য প্রথমেই হোয়াটসঅ্যাপ টিকে ওপেন করে নাও।
আরও জানো : কীভাবে অজানা WhatsApp Group এ যোগ হওয়া থেকে নিজেকে বাঁচাবে ?
তারপর ডান দিকে উপরে তিনটে ডট অপশনে ক্লিক করো।
তাহলে একটা Menu খুলে যাবে।
সেখান থেকে Settings অপশনে যাও। ( ছবিটি দেখো )
Settings অপশনে ক্লিক করার পর সেখানে Data and Storage Usage অপশন দেখতে পাবে। সেটাতে ক্লিক করো।
সেখানে ক্লিক করার পরে দেখতে পাবে Storage Usage অপশনটি।
সেই Storage Usage -এ ক্লিক করলেই সেখানে একটি তালিকা এসে যাবে এবং সেখানে ডিটেইলস দেওয়া থাকবে তুমি যাদের সাথে হোয়াটসঅ্যাপ এ চ্যাট করেছ বা যেসকল গ্রুপে যুক্ত আছো সেগুলো কতটা করে স্টোরেজ স্পেস নিয়েছে তা উল্লেখ করা থাকবে।
যার সাথে বেশি স্টোরেজ স্পেস লেগেছে তার নাম থাকবে সবার উপরে এবং ক্রমান্বয়ে যাদের কম লেগেছে তাদের নাম দেওয়া থাকবে ক্রমান্বয়ে নিচের দিকে !
এরপর যেকোন ব্যবহারকারী নামের উপর ক্লিক করলে জানতে পারে যাবে তাকে কতগুলো মেসেজ ফটো অথবা ভিডিও পাঠানো হয়েছে তুমি চাইলেই এ সমস্ত ডাটা ডিলিট করতে পারবে।
আরও জানো : কীভাবে স্মার্টফোন হ্যাক হওয়ার থেকে সুরক্ষিত রাখবে !
এর জন্য নিচে দেওয়া ফ্রী অফ স্পেস অপশনটিতে ক্লিক করতে হবে।
আর এই ভাবেই তুমি জানতে পারবে হোয়াটসঅ্যাপ এ কার সাথে তুমি বেশি চ্যাট করেছো বা কার সাথে কম !
কেমন লাগলো এই ট্রিক্স টি তা আমাদের জানাতে ভুলো না । কার সাথে বেশি চ্যাট করা হয়েছে জানতে গিয়ে তোমার কোনো সমস্যা হলেও নিচে কমেন্ট করে আমাদের জানাতেও ভুলো না !
আমরা অবশ্যই সাহায্য করবো।
সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !