• Home
  • Shrestho Tutorials

ইন্টারনেট স্পীড ভালো হওয়ার সত্ত্বেও Wifi স্পীড পাচ্ছেন না ? এই এই কাজ গুলো করুন !

এখন ইন্টারনেট আমাদের কাছে সবথেকে প্রয়োজনীয় জিনিস।

দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, সারাবছরই, ইন্টারনেট আমাদের অগুনতি কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

নিশ্চিত করে আমাদের সকল সমস্যার  সমাধান।

তাইতো এখন অফিস, বাড়ি, অন্যান্য কর্মক্ষেত্র- সব জায়গাতেই রাখতে হচ্ছে Wifi এর ব্যবস্থা।

আরও পড়ুন : Online Shopping করার সময় কোন কোন বিষয়গুলি আপনাকে ঠকে যাওয়া থেকে বাঁচাবে অবশ্যই জেনে নিন !

কিন্তু High Speed ইন্টারনেট ও দামি Wifi Router ব্যবহার করেও বাড়ির বা অফিসের সমস্ত জায়গা থেকে Wifi পেতে প্রায় সকলেরই সমস্যা হয়।

Table of Contents

কিন্তু High Speed ইন্টারনেট ও দামি Wifi Router ব্যবহার করেও বাড়ির বা অফিসের সমস্ত জায়গা থেকে Wifi পেতে প্রায় সকলেরই সমস্যা হয়।

এই সমস্যা থেকে মুক্তি পেতে এই টিপস গুলি মেনে চলুন। দেখবেন সমস্যা মিটেছে ।

ইন্টারনেট স্পীড বাড়াতে মোটা দেওয়াল থেকে Router দূরে রাখুন :

দেওয়াল যতই মোটা হবে তত Wifi Signal সেই দেওয়াল ভেদ করে যেতে সমস্যায় পড়বে এবং আপনার Wifi সিগনাল পেতে সমস্যা বাড়বে।

তাই আপনার Router টিকে অবশ্যই মোটা দেওয়াল থেকে দূরে রাখুন।

ইন্টারনেট স্পীড বাড়াতে Router রাখার মাঝামাঝি জায়গা খুঁজুন :

যে ঘরে বা বাড়ির যে অংশে Wifi স্পিড আপনার বেশি প্রয়োজন সেখানের কোনো এক কোনে Wifi Router না রেখে মাঝেমাঝি এক জায়গা খুঁজুন।

এবং সেখানেই আপনার Wifi Router টিকে রাখুন। দেখবেন অবস্থার অনেক পরিবর্তন হয়েছে।

তেমনই বাড়ির কোনো এক তলায় Wifi বেশি প্রয়োজন হলে সেখানে কোনো ঘরে Wifi Router না রেখে মাঝামাঝি কোনো ফাঁকা জায়গায় রাখুন।

যাতে করে Wifi Signal কে বেশি বাধা অতিক্রম করতে না হয়।  

দেখবেন, অবস্থার উন্নতি হবেই।

জলের ট্যাংক বা একোরিয়াম থেকে দূরে রাখুন :

শুনতে অদ্ভুত লাগলেও জলের ট্যাংক বা একোরিয়াম থেকে আপনার Wifi Router টিকে অবশ্যই দূরে রাখুন।

কারণ জলের ট্যাংক বা একোরিয়ামের জল আপনার Wifi সিগনালকে টেনে নেবে।

ফলস্বরূপ আপনি ভালো নেট স্পীড পাবেন না।

আপনার Wifi Router টিকে ঢাকা দিয়ে রাখবেন না :

এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

আপনার Wifi Router টিকে কখনোই ঢাকা দিয়ে রাখবেন না বা আলমারি অথবা অন্য কোনো জায়গায় ঢুকিয়ে রাখবেন না।

ইন্টারনেট স্পীড বাড়াতে প্রতিফলক থেকে দূরে রাখুন :

Wifi সিগনাল কাঁচ, আয়না, ধাতব ক্যাবিনেট, স্টেনলেস স্টিলের কোনো বস্তু ইত্যাদি থেকে প্রতিফলিত হয়।

যা প্রকৃতপক্ষে ইন্টারনেট স্পিড কে কমিয়ে দেয়।

তাই এই সব বস্তু থেকে আপনার wifi router টিকে দূরে রাখুন।

আরও পড়ুন :  কীভাবে আপনার Facebook Account কে নিরাপদ রাখবেন ? অবশ্যই জেনেনিন !

এছাড়াও যে জিনিসগুলো আপনাকে বেশি Wifi স্পীড পেতে সাহায্য করবে সেগুলি হল :

Wifi এন্টেনার অবস্থান :

কিছু কিছু Router নির্মাতারাই উল্লেখ করে দেয় তাদের Router এন্টেনার অবস্থান কেমন রাখলে তা ভালো হবে। তাই আপনার User Manual দেখুন। ও যেধরণের অবস্থান আপনার জন্য ভালো তা খুঁজে বের করুন।

Wifi Repeater ব্যবহার করুন :

এইসব বিষয় গুলি মেনে চললে দেখবেন আপনার Wifi এর স্পীড অনেক বেড়ে গেছে। তবুও যদি আপনার আরও বেশি স্পিড লাগে তাহলে আপনি Wifi Repeater ব্যবহার করতে পারেন। এগুলো খুবই সিম্পল কিন্তু ভালোই কাজে দেয়। সেটাপ করাও খুবই সোজা।

দেখেনিন কয়েকটি Wifi Repeater ও সেগুলির দাম :

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে FacebookTwitter ও Instagram -এতে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!