• Home
  • TechMate

দেখেনিন শাওমির ইলেকট্রিক টুথ ব্রাশের ফিচারস !

এবার আপনার বাথরুমে ঢুকতে চলেছে Xiaomi। অবাক হবার কিছু নেই ! ভারতের বাজারে Xiaomi নিয়ে এলো Mi ইলেক্ট্রিক টুথব্রাশ T300 !

শরীরকে সতেজ রাখতে গেলে দৈনন্দিন জীবনে দাঁত পরিষ্কার রাখা আমাদের অত্যন্ত জরুরি।

হ্যাঁ এবার থেকে খুব অল্প সময়েই আপনি নিখুঁত ভাবে আপনার মুখকে পরিষ্কার করে ফেলতে পারবেন,এই ইলেক্ট্রিক টুথব্রাশ এর মাধ্যমে।

কী কী ফিচার রয়েছে এই ইলেকট্রিক টুথব্রাশে ?

টুথব্রাশটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ স্মার্ট পদ্ধতিতে।

আরও জানো : দীর্ঘক্ষণ স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করো ? তাহলে অবশ্যই চোখের যত্ন নাও এইভাবে !

1) এটিতে আপনি পেয়ে যাবেন USB টাইপ C চারজিং,৭০০ mAh লিথিয়াম ব্যাটারি, যেটি আপনি অনায়াসেই টানা ২৫ দিন নির্ভাবনায় ব্যাবহার করতে পারবেন।

2) এটিতে ব্যাবহার করা সোনিক মোটর প্রতি মিনিটে ৩১,০০০ বার কম্পন তৈরি করে আপনার মুখকে পরিষ্কার করবে।

3) এটিতে দুইটি ব্রাশিং মোড রয়েছে-জেন্টেল মোড ও স্টান্ডার মোড।

4) এ ছাড়াও রয়েছে অটো টাইমার অপশন,যার সাহায্যে আপনি প্রতি তিরিশ সেকেন্ড অন্তর আপনার ব্রাশিং দিক পরিবর্তন করতে পারবেন।

5) অন অফ সুইচ বাটনের পাশাপাশি,ব্যাটারি পার্সেন্টেজ বোঝার জন্য আপনি পেয়ে যাবেন LED ইন্ডিকেটর।

মজার ব্যাপার হলো,MI home app এর মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনি সারা দিনে মোট কত বার কখন কখন ব্রাশ করেছেন।

প্রোডাক্টটির দাম !

বর্তমানে Xiaomi ভারতের বাজারে এটির দাম রেখেছে 1,299 টাকা মাত্র। 

ভারতে এর জন্য ক্রাউডফান্ডিং ইতিমধ্যে শেষ হয়ে গেছে। যারা ক্রাউডফান্ডিংএ পার্টিসিপেট করেছেন তাদের এটি ডেলিভার করা শুরু হবে মার্চ থেকে !

সাবস্ক্রাইব করুন , শ্রেষ্ঠ থাকুন

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন !

 

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!