• Home
  • Social Media

আপনি ফেসবুকে কতটা সময় কাটিয়েছেন তা কীভাবে জানবেন ?

ফেসবুকে আমরা প্রত্যকদিন কতটা সময় কাটায় তার কোন ঠিক থাকে না !

ফেসবুক যেমন আমাদের দুরকে করে দিয়েছে অনেক কাছে। তেমনি এর থেকে সমস্যাও হয় অনেক- ডিপ্রেশন চোখের সমস্যা, স্পন্ডেলাইসিস ইত্যাদি।

অনেকক্ষণ ঘাড় গুঁজে ফেসবুক ব্যবহার  করে থাকলে বাড়তেই থাকে ।

এই সব সমস্যা সমাধানের জন্যই এবং তাদের ইউজারদের আরো বেশি সুবিধা দেওয়ার জন্যই ফেসবুক নিয়ে এলো এই নতুন ফিচার ।

সদ্য সদ্য ইনস্টাগ্রাম এই ফিচার নিয়ে আসার পরই ফেসবুক নিয়ে এলো কতটা টাইম আপনি ফেসবুকে দিয়েছেন তা জানার ব্যবস্থা। এই ফিচারের ফলে ইউজাররা জানতে পারবে তারা কতটা সময় ফেসবুকে দিয়েছে এবং প্রয়োজনে তা তারা কনট্রোল করতেও পারবে ।

[bctt tweet=”আপনি ফেসবুকে কতটা সময় কাটিয়েছেন তা কীভাবে জানবেন ?” username=”shresthoblog”]

ফেসবুকে কতটা সময়

সদ্য সদ্য ইনস্টাগ্রাম এই ফিচার নিয়ে আসার পরই ফেসবুক নিয়ে এলো কতটা টাইম আপনি ফেসবুকে দিয়েছেন তা জানার ব্যবস্থা।

এই ফিচারের ফলে ইউজাররা জানতে পারবেন তারা কতটা সময় ফেসবুকে দিয়েছেন।

প্রয়োজনে তা তারা কনট্রোল করতেও পারবেন ।

এর আগে আমরা আলোচনা করেছি : YouTube-এ কতটা সময় কাটিয়েছেন ? জেনে নিন এইভাবে !

 

ফেসবুকে কতটা সময়

ফেসবুক নিয়ে অ্যাডিকশন এর ব্যাপারে ভীতি প্রকাশ করে বিশ্বের প্রায় তাবড় তাবড় গবেষক ও জনগণ রাও।

ফেসবুকের মতে এই ফিচার ইউজারদের মধ্যে ফেসবুক অ্যাডিকশন কে অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে।

আরও পড়ুন : পেয়ে যান আপনার পছন্দের সমস্ত বই, সম্পূর্ণ বিনামূল্যে !

এ আর্টিকেলে আমরা আলোচনা করব ফেসবুকের এই নতুন Your Time on Facebook ফিচারটি সম্পর্কে এবং এটি আদৌ ইউজারদের সাহায্যে আসবে কিনা অথবা এটি থেকে আর কি কি লাভ ইউজাররা পেতে পারে সেই বিষয় সেই বিষয়ে ।

কীভাবে আপনার ফেসবুকে কাটানো সময় জানতে পারবেন ?

আপনি ফেসবুকে কতটা সময় কাটিয়েছেন এটি জানা এখন অত্যন্ত সোজা ।

তা জানার জন্য প্রথমেই ফেসবুক অ্যাপ টি ওপেন করুন ।

তারপর সেখান থেকে মোর ট্যাবে ক্লিক করুন, তারপর নিচের দিকে Settings and Privacy অপশনে ক্লিক করুন ।

ফেসবুকে কতটা সময়

Settings and Privacy ট্যাবের মধ্যে যাওয়ার পর আপনি দেখতে পারবেন Your Time on Facebook অপশনটি নতুন যোগ করা হয়েছে ।

সেখানে ক্লিক করলেই পরের পেজে আপনাকে দেখিয়ে দেয়া হবে আপনি প্রত্যেক দিন কতটা সময় কাটিয়েছেন ।

এবং জানতে পারবেন প্রত্যেকদিন গড়ে কতটা সময় আপনি ফেসবুকে কাটিয়েছেন ।

উপরের ছবিগুলো ভালো করে দেখলেই আপনি বুঝতে পারবেন ফেসবুক আপনার প্রথমেই বলে দেয় যে আপনি গড়ে  প্রত্যেকদিন ফেসবুকে কতটা সময় কাটিয়েছেন ।

এখানে গ্রাফ এর সাহায্যে বোঝানোর সাথে সাথে গ্রাফ গুলোর উপরে পরিষ্কার করে লিখে দেওয়া থাকবে আপনি গড়ে কতটা সময় কাটিয়েছেন ফেসবুকে ।

ফেসবুকে কতটা সময়

যদিও এই ফিচারে সমস্যাও আছে কিছু।

যেমন আপনি তো ভালো করে খেয়াল করেন বলা হচ্ছে যে একদিন এই ডিভাইসে আপনি কতটা সময় কাটিয়েছেন তা বলে দেওয়া হবে ।

অর্থাৎ আপনি যদি দুটো ডিভাইস অথবা ডেস্কটপ ব্যবহার করেন তাহলে সঠিক কাটানো সময় আপনি পাবেন না । 

ফেসবুকের এই বিষয়ে যত্নশীল হওয়া উচিত ছিল ।

এবং একজন ইউজার কত সময় ফেসবুকে কাটাচ্ছে তা তার ডেস্কটপ বা ফোন বা ট্যাবলেট  কত সময় কাটিয়েছে তা যদি সঠিকভাবে জানা যেত তা আরো ভালো হতো বলে আমরা মনে করি । 

ফেসবুকে কতটা সময়

আপনি যদি ফেসবুকে অত্যাধিক সময় কাটান এবং সচেতনভাবে সেই সময় নষ্ট করা কমাতে চাইছেন তাহলে আপনার জন্যও আছে সুখবর ।

ফেসবুক এই অত্যাধিক অ্যাডিক্টেড ইউজারদের জন্য নিয়ে এসেছে আরেক ফিচার ।

যেখানে আপনি কিছুটা হলেও কন্ট্রোল করতে পারবেন আপনার ফেসবুক নিয়ন্ত্রনহীন ভাবে ব্যবহার।

দেখেনিন আজকের অসাধারণ সব শ্রেষ্ঠ ডিলস

Set Reminder অপশনটিতে  ক্লিক করে আপনি ঘন্টা অথবা মিনিট সেট করে দিতে পারবেন।

অর্থাৎ ফেসবুকে এসে নির্দিষ্ট ঘন্টা অথবা মিনিট কাটানো হয়ে গেলে ফেসবুক আপনাকে নোটিফিকেশন দিয়ে জানাবে যে আপনার নির্দিষ্ট করে দেওয়ার সময় আপনি ফেসবুকে কাটিয়ে ফেলেছেন ।

ফেসবুকে কতটা সময়

এই ফিচারের সাহায্যে আপনি রিমাইন্ডার সেট করে রাখতে পারবেন ।

অর্থাৎ এটি নির্দিষ্ট সময় আপনার সেট করে রাখা পরে ফেসবুক আপনাকে নোটিফিকেশান দিয়ে জানাবে যে আপনার পছন্দমত সময় আপনি ফেসবুকে কাটিয়েছেন !

ফেসবুকে কতটা সময়

এছাড়াও চাইলে নিউজ ফিড রেফারেন্স অপশন এ গিয়ে আপনি যে পেজ এর পোস্ট গুলো কে দেখতে চান অথবা যে পোস্টগুলো দেখতে চান না সেগুলিকে কন্ট্রোল করতে পারবেন । 

আরও পড়ুন : পরস্পর দশ বার এলার্ম দিয়েও ঘুম ভাঙছেনা ? শুভ কাজে দেরী হবার দিন শেষ !

নিঃসন্দেহে ফেসবুকের তরফ থেকে এগুলি অসাধারণ পদক্ষেপ ।

সাবস্ক্রাইব করুন, শ্রেষ্ঠ থাকুন

বেশ কয়েক মাস আগেই এই সোশ্যাল মিডিয়া দৈত্য ফেসবুক জানিয়েছিল যে তারা পরীক্ষামূলক ভাবে এই ফিচারটি গুলি নিয়ে গবেষণা করে চলেছে ।

অবশেষে এগুলি এখন ব্যবহারকারীদের জন্য অ্যাভেলেবল।

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!