• Home
  • TechMate

এবার জমাটো নিয়ে আসছে Special Show ! খাদ্যরসিক দের জন্য সুখবর !

এবার জমাটো ব্যবহারকারীদের জন্য আসছে সুখবর !

ভারতের বাজারে ভিডিও স্ট্রিমিং সার্ভিসের রমরমা বেড়েই চলেছে।

আর তার সাথে বেড়ে চলেছে ভিডিও স্ট্রিমিং সার্ভিস প্রোভাইডার গুলি।

এর আগেও আমরা জানিয়েছি  Hotstar, Amazon Prime, Netflix -এর পথ ধরে Flipkart ভারতে নিয়ে এসেছিল তাদের নিজস্ব ভিডিও স্ট্রিমিং সার্ভিস ।

এবার তাদের পথ অবলম্বন করতে চলেছে জমাটো ও।

জমাটো -র খাদ্যরসিক দের জন্য সুখবর !

জমাটো

Zomato রিসেন্টলি তাদের একটি স্টেটমেন্টে জানিয়েছে Zomato Video Experience লঞ্চ করা হবে 2000 প্লাস ভিডিও সমেত। 

এগুলিকে বলা হবে Zomato Originals ! এগুলি শুধুমাত্র ভারতে স্ট্রিম করা হবে।

আবার কিছু স্নিক-পিক ও রেসিপি ভিডিও থাকবে যেগুলি সারা পৃথিবী থেকেই এক্সেস করা যাবে।

তবে অন্যান্য ভিডিও স্ট্রিমিং সার্ভিসগুলোর তুলনায় এই সার্ভিসটি সম্পূর্ণভাবে আলাদা রকমের হবে !

আরও জানো : ইন্টারনেট -এ যা আমাদের একদমই করা উচিত নয় !

এই ভিডিও স্ট্রিমিং সার্ভিসে থাকবে শুধুমাত্র ফুড রিলেটেড কন্টেন্টই !

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জমাটো যে শো গুলি এই স্ট্রিমিং সার্ভিসে থাকবে সেগুলোর মধ্যে থাকবে সঞ্জীব কাপুরের Food and You, সুমুখী সুরেশের Banake Dikha, সাহিল সাহের Grandmaster Chef, জানিসের Starry Meals ও আরও অনেক! 

জমাটোর এই ভিডিওগুলি প্রত্যেকটা হবে তিন থেকে পনেরো মিনিটের মধ্যেই এবং এগুলো এভেলেবেল থাকবে জমাটো অ্যাপ্লিকেশনের ভিডিও ট্যাবের মধ্যে।

এখনো পর্যন্ত ভারতে প্রতি মাসে 70 মিলিয়ন ব্যবহারকারী রয়েছে এই Zomato Application এর। এর মধ্যে রয়েছে 1.4 মিলিয়ন Zomato Premium Gold Subscribers !

Zomato এর ভোজন রসিক কাস্টমারদের মধ্যে এই শো গুলি নিশ্চয়ই জনপ্রিয় হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল!

এরই মধ্যে 18 টি অরিজিনাল এবং দুই হাজারেরও বেশি ফুড রিলেটেড ভিডিও লাইসেন্স করার কাজ চলছে তবে এই সার্ভিস ব্যবহার করতে ইউজারদের কোনরকম চার্জ দিতে হবে না।

তাদেরকে সব সময় তাদের অ্যাপ্লিকেশনে বিজি রাখতে ও তাদের মনোরঞ্জন করতে আপাতত এটি রাখছে সম্পূর্ণ বিনামূল্যে ।

সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!