কীভাবে আপনার ফেসবুক প্রোফাইল নেম চেঞ্জ করবেন ?
ফেসবুক প্রোফাইল নিয়ে বিস্তারিত বলার কিছুই নেই।
এখন সবারই প্রায় ফেসবুক প্রোফাইল আছে !
এর আগেও আমরা আলোচনা করেছি কীভাবে আপনার Facebook Account কে নিরাপদ রাখবেন ও কীভাবে অন্য কেউ আপনার Facebook Account ব্যবহার করছে কিনা তা সহজেই জানতে পারবেন !
আজ আমরা আপনাদের জানাবো কীভাবে আপনার ফেসবুক প্রোফাইল নেম চেঞ্জ করবেন !
ফেসবুকের নাম চেঞ্জ করার প্রয়োজন প্রায় সকলেরই কোনো না কোনো সময় হয় ।
কিন্তু কীভাবে তা করবেন তা সম্পর্কে কারোরই ধারণা থাকেনা।
আরও পড়ুন : কিভাবে কোনো মোবাইল নম্বর Save না করেই তাকে WhatsApp মেসেজ পাঠাবেন ? অবশ্যই জেনে নিন !
আজ আমরা আপনাদের জানাবো কীভাবে আপনার ফেসবুক প্রোফাইল নেম চেঞ্জ করবেন খুব সহজেই !
[bctt tweet=”কীভাবে আপনার ফেসবুক প্রোফাইল নেম চেঞ্জ করবেন খুব সহজেই !” username=”shresthoblog”]তবে একটি জিনিস জানিয়ে রাখা ভালো আপনি যদি একবার আপনার প্রোফাইল নেম চেঞ্জ করে দেন তাহলে সঙ্গে সঙ্গে আবার নাম চেঞ্জ করতে পারবেন না। আবার 60 দিন পর আপনি আপনার নাম চেঞ্জ করতে পারবেন। তাই ভালোকরে ভেবেই আপনার পছন্দমতো নামটাই সেভ করুন।
এই টিউটোরিয়াল মেনে চললে খুব সহজেই আপনার ফেসবুক প্রোফাইল নেম পরিবর্তন করতে পারবেন ।
এটা করার জন্য প্রথমেই আপনার ফেসবুক এপ্লিকেশনে ঢুকুন ও আপনার প্রোফাইলে সাইন ইন করুন। (উপরের ছবি দেখুন) ।
এরপর ডান দিকেই উপরের তিনটে দাগে ক্লিক করুন তার পর নিচের Settings and Privacy অপশনে ক্লিক করুন।
তারপরে ক্লিক করুন Setting অপশনে ।
নেক্সট পেজে Account Information এর মধ্যে থাকা Personal Information -এ ক্লিক করুন (উপরের ছবি দেখুন) ।
তার পর Name অপশনে ক্লিক করুন।
পরের পেজেই আপনাকে First Name, Middle Name ও Last Name লেখার জায়গা দেওয়া হবে।
সেখানে আপনি আপনার পছন্দমতো নাম দিয়ে Review বাটনে ক্লিক করলেই তা পরিবর্তন হয়ে যাবে !
Review বাটনে ক্লিক করার পর অনেক সময় আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড চাইতে পারে।
তা দিয়ে ওকে করে দিন।
তবে একটি জিনিস জানিয়ে রাখা ভালো আপনি যদি একবার আপনার প্রোফাইল নেম চেঞ্জ করে দেন তাহলে সঙ্গে সঙ্গে আবার নাম চেঞ্জ করতে পারবেন না। আবার 60 দিন পর আপনি আপনার নাম চেঞ্জ করতে পারবেন।
তাই ভালোকরে ভেবে তবেই আপনার পছন্দমতো নামটাই সেভ করুন।
কেমন লাগলো এই পোস্ট তা নীচে Comment করে আমাদের অবশ্যই জানাবেন !
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook, Twitter ও Instagram -এ তে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !