• Home
  • Shrestho Tutorials

গুগল পে তে কীভাবে একের বেশি ব্যাঙ্ক একাউন্ট যোগ করবে !

সারা বিশ্বজুড়েই এখন ডিজিটাল পেমেন্ট প্লাটফর্মের রমরমা ! ব্যাঙ্কে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করার দিন এখন শেষ ! আমরা অবশ্যই বলব গুগল পে তে কীভাবে তুমি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে পারবে।

কিন্তু তার আগে তুমি যদি গুগল পে প্রথম শুনে থাকো তাহলে এটা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে জেনে নেওয়া দরকার !

গুগল পে কি ?

গুগল পে হল একটি ডিজিটাল ওয়ালেট প্ল্যাটফর্ম এবং এটি একটি অনলাইন পেমেন্ট সিস্টেম !

যা সারা বিশ্বের জনপ্রিয় টেকনোলজি কোম্পানি গুগল এর দ্বারা নির্মিত !

2018 সালের জানুয়ারি মাসে এর ফাইনাল ভার্সন রিলিজ করা হয় ।

এবং রিলিজ করার সাথে সাথেই এটি সকল ইউজারদের মধ্যে তুমুল জনপ্রিয়তা লাভ করে !

গুগল পে এর প্রয়োজনীয়তা কি ?

গুগল পে এর সাহায্যে খুব সহজেই টাকা পাঠানো এবং টাকা রিসিভ করা যায়!

তার সাথেই রয়েছে এর ক্যাশব্যাক ও পুরস্কার জেতার সুবিধা !

গুগল দাবি করে এই টাকা পাঠানো এনক্রিপ্টেড এবং তার সাথে তাদের মাল্টিলেয়ার এর সিকিউরিটি সুবিধাও থাকছে এই ট্রান্জাক্শন-এ !

গুগলের সাহায্যে তুমি খুব সহজেই তোমার দৈনন্দিন পেমেন্ট অর্থাৎ ইলেকট্রিক বিল, মোবাইল রিচার্জ, অনলাইন শপিং, সমস্ত কিছু করতে পারবে অত্যন্ত সহজেই !

এর সাহায্যে সরাসরি তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুমি টাকা পাঠাতে পারবে অন্য ইউজারকে !

তুমি যদি একজন ব্যবসায়ী হও তাহলেও খুব সহজেই একে তোমার ব্যবসার প্রয়োজনে লাগাতে পারবে ।

তুমি যদি এখনও গুগল পে তে জয়েন না করো তাহলে এখুনি জয়েন করে নাও আর তোমার প্রথম ট্রানজাকসানের পর জিতে নাও 51 টাকা ক্যাশব্যাক !

জয়েন করতে ক্লিক করো এখানে !

গুগল পে

কীভাবে একের বেশি ব্যাঙ্ক একাউন্ট যোগ করবে !

গুগল পে খুলে ডান দিকের উপরে অপশনে সিলেক্ট করো

তার পর চলে যাও পেমেন্ট মেথডে ।

আরও জানো : কীভাবে অনলাইনে টাকা ইনকাম করবে ? জেনেনাও জেনুইন কয়েকটি পদ্ধতি সম্পর্কে !

সেখান থেকে এড ব্যাংক একাউন্টে ক্লিক করো !

এরপর যে ব্যাংকের একাউন্ট এড করবে সেটাকে লিস্ট থেকে সিলেক্ট করে নাও ।

এর পর ভেরিফিকেশন করে নাও ও ইউপিআই পিন তৈরি করে নাও

তারপর এসএমএস কোড কনফার্ম করে দাও।

নেক্সট, নতুন পিনটাকে কনফার্ম করে দাও ।

মনে রেখো একবার নতুন একাউন্ট যোগ করার পর তুমি পরবর্তী একাউন্ট যোগ করতে পারবে।

তারপর তোমাকে যেকোনো একটা একাউন্ট কে প্রাইমারি একাউন্ট হিসাবে বেছে নিতে হবে।

তারপরেই একই উপায়ে তুমি একাধিক ব্যাংক একাউন্ট যোগ করতে পারবে।

নীচে উল্লেখ করা হল কীভাবে তুমি প্রাইমারি ব্যাংক একাউন্ট সিলেক্ট করবে !

কীভাবে প্রাইমারি ব্যাংক একাউন্ট সিলেক্ট করবে !

গুগল পে তে প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করার জন্য প্রথমেই সেটিংসে যাও

আরও জানো : ফোনের মেমোরি শেষ হয়ে যাওয়া থেকে মুক্তি !

সেখানে থেকে পেমেন্ট মেথডে ক্লিক করো ও সিলেক্ট করে নাও যে একাউন্টকে প্রাইমারি অ্যাকাউন্ট হিসাবে সিলেক্ট করতে চাও।

ব্যাস তাহলেই হয়ে যাবে।

সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!