কীভাবে পাবজি গেমের স্পেকটেটর মোড অফ রাখবেন ?
PUBG Mobile Games সম্পর্কে বিস্তারিত ভাবে এখন কাউকে পরিচয় দেবার নেই ! জেনারেশন জেড এর মধ্যে এখন PUBG Game-এর জনপ্রিয়তা তুঙ্গে।
এর নির্মাতা কোম্পানি Tencent Games-ও এই গেমের প্রতি কোনো কৃপণতা দেখায় নি।
তারা প্রতিনিয়তই করে চলেছে এই গেম টিকে আপডেট, তারই সাথে যোগ করে চলেছে নিত্যনতুন নানান ফিচার্স।
তেমনই এই PUBG Mobile-এর 0.12.0 আপডেটে এসেছিল এই ফিচারটি । এর নাম Spectator Mode !
[bctt tweet=”কীভাবে পাবজি গেমের স্পেকটেটর মোড অফ রাখবেন ?” username=”shresthoblog”]Table of Contents
পাবজি গেমের Spectator Mode কী ?
এটা হল এই PUBG মোবাইল গেমের এমন একটি ফিচার যার সাহায্যে আপনি আপনার ক্লান মেট, আপনার বন্ধু অথবা আপনার অপনেন্ট এর খেলা দেখতে পারবেন।
আরও জানো : নতুন পাবজি গেম ? কীভাবে ডাউনলোড করবে?
খেলা চলাকালীন আপনাকে কেউ মেরে দিলে আপনি তারও গেমপ্লে দেখে যেতে পারবেন।
নিঃস্বন্দেহে এটি খুবই জনপ্রিয়তা পায় কারণ এর সাহায্যে আপনি অন্যান্য প্লেয়ারদের স্কিল, স্পেশ্যাল ট্রিক্স দেখে অনেক কিছু শিখতে পারেন। জানতে পারেন নতুন নতুন জায়গার খোঁজ।
পাবজি হল একটি সাংঘাতিক জনপ্রিয় গেম। এবং সারাবিশ্ব ব্যাপী এই গেমের প্লেয়ারের সংখ্যাও আকাশ ছোঁয়া। সেই জায়গায় থেকে কেউ তাদের গেমপ্লে আড়ালে দেখেযাবে এই ব্যাপারে অমত অনেকেরই। তাদের এই অমতের কথা মাথায় রেখেই ট্রেনসেন্ট গেমস নিরাস করেনি তাদেরও।
যা পরে আপনি আপনার নিজের খেলতে কাজে লাগাতে পারবেন ও Improve করতে পারবেন আপনার গেমপ্লে ।
আর কিছু প্লেয়ারের কাছে সমস্যা টা এখানেই। পাবজি হল একটি সাংঘাতিক জনপ্রিয় গেম। এবং সারাবিশ্ব ব্যাপী এই গেমের প্লেয়ারের সংখ্যাও আকাশ ছোঁয়া।
সেই জায়গায় থেকে কেউ তাদের গেমপ্লে আড়ালে দেখেযাবে এই ব্যাপারে অমত অনেকেরই। তাদের এই অমতের কথা মাথায় রেখেই Tencent Games নিরাস করেনি তাদেরও।
কীভাবে পাবজি গেমের স্পেকটেটর মোড অফ রাখবেন ?
আপনি চাইলেই আপনার স্পেকটেটর মোড অফ করতে পারবেন।
আর সব থেকে সুবিধাজনক ব্যাপার হল এর জন্য আপনাকে অন্য কোনো থার্ড পার্টি এপ্লিকেশন ব্যবহার করতে হবেনা।
সাবস্ক্রাইব করুন, শ্রেষ্ঠ থাকুন
গেম সেটিংস থেকেই করতে পারবেন কাজটি।
তা করার জন্য প্রথমেই পাবজি গেম টিকে ওপেন করে নিন।
গেম ওপেন হলে Settings অপশনে যান।
সেখানে Basics অপশনে ক্লিক করুন।
সেখানে একটু নিচের দিকেই রয়েছে Allow Spectators অপশন টি। সেটাকে সিম্পলি Disable করে দিন।
আরও জানো : ফোনের মেমোরি শেষ হয়ে যাওয়া থেকে মুক্তি !
ব্যাস। তাহলেই আপনার গেমপ্লে আর কেউ দেখতে পাবেন না।
Tutorial টি আপনার বন্ধু দের সাথেও অবশ্যই শেয়ার করুন !
সাবস্ক্রাইব করুন, শ্রেষ্ঠ থাকুন
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !