কীভাবে PUBG Lite ডাউনলোড করবে ?
এবার পাবজি লাভার দের জন্য সুখবর। ভারতে লঞ্চ হয়েছে PUBG Lite এর বিটা ভার্সন।
এতদিনে পাবজি পিসি খেলতে গেলে অত্যন্ত ভালো পিসি লাগতো। তার সাথেই লাগতো টাকা। তবেই ইউজার রা উপভোগ করতে পারতো এই গেম!
এবার হতে চলেছে একসাথে এই দুই সমস্যারই সমাধান ।
[bctt tweet=”কীভাবে PUBG Lite ডাউনলোড করবে ? ” username=”shresthoblog”]কারণ ভারতে লঞ্চ হয়েছে পাবজি গেম লাইটের বিটা ভার্সন।
আরও জানো : কীভাবে পাবজি গেমের স্পেকটেটর মোড অফ রাখবে ?
ফলে সাধারণ কম্পিউটারেই পাবজি লাভার রা উপওভোগ করতে পারবে এই গেম, কোনো হাইএন্ড পিসি না থাকলেও চলবে।
Table of Contents
কীভাবে ডাউনলোড করতে হবে ?
ডাউনলোড করার জন্য প্রথমেই যাও https://lite.pubg.com/ এ ।
ও তারপর ডানদিকের ওপরে ডাউনলোড বাটনে ক্লিক করো ।
তারপরে আবার ডাউনলোড অপশনে ক্লিক করো ।
ফলে পাবজি লাইট ইনস্টলার ডাউনলোড হওয়ার প্রসেস শুরু হবে ।
ডাউনলোড হওয়ার পর ইনস্টল এ ক্লিক করো অন্যান্য যে কোন সফটওয়্যার এর মতই গাইডলাইন মেলে সেটা ইন্সটল করে নাও ।
ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হলে সেটিং ওপেন করো তারপর পাবজি আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করো ।
পাবজি আইডি ও পাসওয়ার্ড ছাড়া ফেসবুক দিও তোমরা লগইন করতে পারবে ।
ও সব শেষে ইনস্টল বাটনে ক্লিক করো এবং ইন্সটল করে নাও ।
এই গেমের জন্য সিস্টেম রিকোয়ারমেন্ট :
CPU : Intel Core i3 @2.4Ghz
RAM : 4GB
GPU: Intel HD 4000
HDD : 4GB
OS : Windows 7,8,10 64Bit
এই গেমের জন্য রিকমেন্ডেড সিস্টেম রিকোয়ারমেন্ট :
CPU : Intel Core i5 @2.8Ghz
RAM : 8GB
GPU: Nvidia GTX 660 বা AMD Radeon HD 7870
HDD : 4GB
সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো
এই অসাধারণ PUBG ট্রিগার টি দেখে নিতে ভুলো না !
[embedyt] https://www.youtube.com/watch?v=Xk68ExMbPz4[/embedyt]
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !