• Home
  • Unboxing and Review

ভারতের বাজারে এসে গেল আমাজনের ইকো ফ্লেক্স স্মার্ট স্পিকার ! সাথে অসাধারণ সব ফিচারস !

অবশেষে ভারতের বাজারে এসে গেল আমাজনের ইকো ফ্লেক্স স্মার্ট স্পিকার যার সাথে রয়েছে আলেক্সা সাপোর্ট ।

ইকো ডিভাইসটিকে সরাসরি দেওয়ালের স্ট্যান্ডার্ড আউটলেটে প্লাগিন করে দেওয়া যায় এবং এটি যাবতীয় সুবিধা দেবে তোমাকে।

এরমধ্যে রয়েছে ছোট্ট একটি স্পিকার, একটি মাইক, সামনে দুটো বাটন এবং একটি এলইডি লাইট ইন্ডিকেটর। 

তার সাথে রয়েছে ইউএসবি পোর্ট ।

যার সাহায্যে যেকোনো ডিভাইসকে চার্জ দেওয়া যাবে।

স্মার্ট স্পিকার

এটা অনেক স্মার্ট ডিভাইসের সাথেই কার্যকারী। তোমার যদি স্মার্ট লাইট থাকে অথবা ফিলিপস, সিয়েস্কা ইত্যাদি নানান ব্র্যান্ডের স্মার্ট লাইট গুলোর সাথে খুব ভালোভাবে কাজ করবে এই ডিভাইস। 

আমাজন বলছে এতে রয়েছে মাল্টিলেয়ার প্রাইভেসি কন্ট্রোল এবং রয়েছে মাইক্রোফোন অন-অফ বাটন ।

যার সাহায্যে মাইক্রোফোন কে সরাসরি অফ করে দেওয়াও যাবে। 

স্মার্ট স্পিকার

ভারতে বর্তমানে আমাজনের ইকো ফ্লেক্স স্মার্ট স্পিকার প্রি অর্ডার করার জন্য এভেলেবেল । 

এবং এটি শিপিং শুরু হবে ডিসেম্বরের 10 তারিখ থেকে।

আরও জানো : নতুন পাবজি গেম ? কীভাবে ডাউনলোড করবে ?

 ইন্ট্রডিউসিং অফার উপলক্ষে আমাজন এর সাথে নাইন ওয়াট স্মার্ট এলইডি বাল্ব ফ্রি দিচ্ছে ।

 এই আমাজন ইকো ফ্লেক্সের দাম রাখা হয়েছে 2999 টাকা এবং তার সাথে যে স্মার্ট এলইডি দেয়া হবে তার দাম 2099 টাকা । 

অর্থাৎ প্রায় বিনামূল্যেই পাওয়া যাবে এই নতুন ডিভাইস। 

অসাধারণ অফার নিয়ে এসেছে আমাজন এবার।

এই আমাজন ইকো ফ্লেক্স বুক করতে ক্লিক করতে হবে এখানে

সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !

Click Here to Leave a Comment Below 1 comments
Aditi - November 22, 2019

Woooooow I am so excited

Reply

Leave a Reply:

error: Content is protected !!