ফ্লিপকার্ট নিয়ে আসছে তাদের নিজস্ব ভিডিও স্ট্রিমিং সার্ভিস !
আমাজন, হটস্টার, নেটফ্লিক্স এর পর এবার ফ্লিপকার্ট নিয়ে আসছে তাদের নিজস্ব ভিডিও স্ট্রিমিং সার্ভিস। বিস্তারিত জেনে নাও এখানে!
ভারতে আমাজন প্রাইম ভিডিও তো ছিলই তার সাথে ছিল নেটফ্লিক্স ও হটস্টার এর মতো ভিডিও স্ট্রিমিং সার্ভিসের রমরমা । এবার সেই দৌড়ে সামিল হতে চলেছে ফ্লিপকার্টও।
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ।
কারণ এবার ফ্লিপকার্ট নিয়ে আসতে চলেছে তাদের নিজস্ব ভিডিও স্ট্রিমিং সার্ভিস তাদের অ্যাপ ইউজারদের জন্য।
শুধু তাই নয় এর মধ্যে রয়েছে বিশেষ বিশেষ কিছু ফিচারস!
Table of Contents
সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আমরা আজকের এই আর্টিকেলে।
[bctt tweet=”আমাজন, হটস্টার, নেটফ্লিক্স এর পর এবার ফ্লিপকার্ট নিয়ে আসছে তাদের নিজস্ব ভিডিও স্ট্রিমিং সার্ভিস। বিস্তারিত জেনে নাও এখানে!” username=”shresthoblog”]ফ্লিপকার্ট ভিডিও স্ট্রিমিং সার্ভিস কোন দিক থেকে আলাদা ?
ভারতে ভিডিও স্ট্রিমিং সার্ভিস রীতিমতো প্রতিযোগিতা চলছে। অ্যামাজন তাদের প্রাইম মেম্বার দের জন্য রেখেছে অ্যামাজন প্রাইম ভিডিও, হটস্টারও রীতিমত ইউজার বেস তৈরি করে রেখেছে ভারতে।
তার সাথে সাথে সদ্য সদ্য শুধুমাত্র মোবাইল ইউজারদের টার্গেট করেই নেটফ্লিক্স ভারতে নিয়ে এসেছে খুবই সস্তা একটি প্ল্যান।
তারই মধ্যে আবার এই খবর নিয়ে এলো ফ্লিপকার্ট।
আরও জানো : কীভাবে অজানা WhatsApp Group এ যোগ হওয়া থেকে নিজেকে বাঁচাবে ?
তবে তাদের ঘোষণা অনুযায়ী এই ভিডিও স্ট্রিমিং সার্ভিস অন্যান্য সার্ভিস থেকে আলাদা হবে।
তবে এর জন্য এখনই আলাদা কোনও অ্যাপ তৈরি করছে না ফ্লিপকার্ট।
লঞ্চের পর তাদের এই ভিডিও সার্ভিসের সুবিধা পাবেন সকল ফ্লিপকার্ট শপিং অ্যাপ ব্যবহার কারিরাই ।
এই ভিডিও স্ট্রিমিং সার্ভিসে ইউজাররা ফ্রিতে দেখতে পারবেন নানান মুভি, ওয়েব সিরিজ।
ফ্লিপকার্ট এটা থেকে রেভিনিউ জেনারেট করবে শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট এর মাধ্যমে এবং সারা বিশ্বের বিভিন্ন জনপ্রিয় প্রোডাকশন হাউজ গুলো থেকে কনটেন্ট নিয়ে আসবে তারা।
যেমন 20th সেঞ্চুরি ফক্স, ওয়াল্ট ডিজনি, বালাজি টেলিফিল্মস ও আরও অনেক!
ইউজার দের সুবিধার্তে তারা তাদের এই ভিডিও স্ট্রিমিং অ্যাপ এ রাখছে অডিও ভিজুয়াল অ্যাসিস্ট্যান্ট । যা হবে হিন্দিতে পারদর্শী।
যেহেতু ভারতের মাত্র দশ পার্সেন্ট বাসিন্দা ইংরেজি তে কথা বলে তাই সঠিকভাবেই ফ্লিপকার্ট নিয়ে এসেছে এই হিন্দি সাপোর্ট।
ফ্লিপকার্ট মনে করছে এর ফলে বিশাল সংখ্যক জনগণ তাদের অ্যাপ এর সাথে যোগদান করবে।
আরও জানো : এবার মঙ্গল গ্রহে পাঠাতে পারবে তোমার নাম ! তাড়াতাড়ি করো !
এমনকি শোনা যাচ্ছে ফ্লিপকার্ট ভিডিও স্ট্রিমিং সার্ভিসে মুভি চলাকালীন যেকোন পোশাকে বা যে কোন প্রোডাক্ট এ টাচ করে ফ্লিপকার্ট ইউজাররা সরাসরি অর্ডার করতে পারবে সেই পোশাক বা প্রোডাক্টটি।
যার ফলে তাদের সেলস অনেক বেড়ে যাবে ও বলে মনে করছে ওয়াকিবহল মহল।
ইতিমধ্যেই জোরকদম প্রস্তুতি শুরু হয়ে গেছে ফ্লিপকার্ট মহলে! এখন দেখা যাক অন্যান্য ভিডিও স্ট্রিমিং সার্ভিস এর মত এটিও মানুষের মন ছুঁয়ে যেতে পারে কিনা!
বিস্তারিত জেনে নাও ভিডিও তে !
[embedyt] https://www.youtube.com/watch?v=cm_Qy12C2Cw[/embedyt]সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !