• Home
  • TechMate

কীভাবে জ্যাক ডোর্শির টুইটার একাউন্ট হ্যাক করা হয়েছিল ? চমকে দেবার মত ঘটনা !

একথা এখন কারোরই অজানা নয় যে সদ্য সদ্য টুইটার সিইও জ্যাক ডোর্শির টুইটার একাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল এবং হ্যাকাররা প্রায় কুড়ি মিনিট ধরে তার প্রোফাইল টিকে করে রেখেছিল নিজেদের দখলে।

তারপর সেখানে নানান অশ্লীল এবং আপত্তিকর পোস্ট করতেও ছাড়লো না তারা।

যিনি নিজে টুইটারের মালিক অর্থাৎ তিনি টুইটারে সর্বেসর্বা, তার প্রোফাইলে হ্যাক হয়ে যাওয়াতে দুনিয়াজুড়ে টুইটার ব্যবহারকারীদের মাথায় হাত পরে যায়। 

কিন্তু ঠিক কিভাবে হ্যাক করা হয়েছিল তার প্রোফাইল তা ভাবলে অবাক হয়ে যেতে হয় ।

আজকের আর্টিকেলে আমরা বিশদে বর্ণনা করব সেইটাই।

টুইটার

বিশ্বের প্রায় 126 মিলিয়ন মানুষ ব্যবহার করেন টুইটার এবং সবার কাছে এর জনপ্রিয়তা আকাশছোঁয়া।

অনেক সেলিব্রিটি ও ভিভিআইপি রয়েছেন টুইটারে এবং ব্যবহার করে চলেছেন এটিকে প্রত্যেকদিন ।

তারই মধ্যে এই অপ্রত্যাশিত খবর টুইটারের সিইওর টুইটার প্রোফাইল হ্যাক হওয়ার ঘটনাটা। 

সেদিন ইস্টার্ন টাইম অনুযায়ী দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে জ্যাক ডোর্শির টুইটার প্রোফাইল থেকে প্রায় চব্বিশটা টুইট ও রিটুইট করা হয়।

এবং সেগুলোর বেশিরভাগই ছিল আপত্তিকর বিষয় নিয়ে।

সঙ্গে সঙ্গে শোরগোল পড়ে যায় এবং খোঁজ নিয়ে জানা যায় তার প্রোফাইল হ্যাক করা হয়েছে। 

প্রায় কুড়ি মিনিট হ্যাকারদের দখলে তার প্রোফাইল।

আরও জানো : কীভাবে তোমার Facebook Account কে নিরাপদ রাখবে ?


তারপর সেটিকে রিকোভার করতে সমর্থ হয় টুইটার সিকিউরিটি টিম। 

এই ঘটনা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে ফেলে দেয় টুইটারের নিরাপত্তাকে ।

সারা বিশ্বজুড়ে মানুষের মনে প্রশ্ন জাগে টুইটার এর মালিকের টুইটার প্রোফাইলে হ্যাক হয়ে গেলে বিশ্বের অন্যান্য জনসাধারণের টুইটার অ্যাকাউন্ট আর কতটা নিরাপদ!

এবার আসি কিভাবে হ্যাক করা হয়েছিল তার টুইটার প্রোফাইল কে ? 

টুইটার

Source : Twitter/Jack

তার প্রোফাইল রিকভার করার পরই টুইটার তাদের অফিশিয়াল বিবৃতি দেয় এবং বলে তারা এই ঘটনার তদন্ত করছে।

পরে জানা যায় এই ঘটনাটি ঘটেছে হ্যাকিংয়ের একটি পপুলার পদ্ধতির মাধ্যমে।

যাকে এক কথায় বলা হয় সিম কার্ড সোয়াপিং। 

এই পদ্ধতিতে হ্যাকার তার টার্গেট ব্যক্তির সিমকার্ডের যাবতীয় কাজকর্ম নিজের দখলে নিয়ে নেয়।

 তা সেই সিম কার্ডের সার্ভিস প্রোভাইডার এর মাধ্যমেই হোক বা হ্যাকিংয়ের মাধ্যমে হোক বা সেই সিমকার্ড প্রোভাইডার কোম্পানিটির কোন কর্মীর মাধ্যমেই হোক।

এর ফলে সেই সিমের নাম্বার থেকে তারা কল বা ম্যাসেজ সমস্ত কিছু করতে করতে বা রিড করতে পারে। 

এমনটাই করা হয়েছিল জ্যাক ডোর্শির ক্ষেত্রে।

টুইটার বিবৃতি দিয়েছে এই হ্যাকিংয়ের জন্য তাদের সিকিউরিটি সিস্টেমের কোনো গলদ নেই।

গলদ ছিল জ্যাক ডোর্শির সিমকার্ড প্রোভাইডার কোম্পানিটির ।

এই কথা এখন সবারই জানা যে আমার মোবাইল নাম্বারটি যদি হ্যাকাররা দখল করে নেয় তাহলে ফরগেট পাসওয়ার্ড করে আমার মোবাইলে যে কোডটি আসবে তার সাহায্যে ইজিলি আমার সোশ্যাল মিডিয়া একাউন্ট গুলোকে খুলে ফেলা যাবে।

আরও জানো : কীভাবে স্মার্টফোন হ্যাক হওয়ার থেকে সুরক্ষিত রাখবে !

এর ব্যতিক্রম ঘটেনি জ্যাক ডোর্শির ক্ষেত্রেও।

হ্যাকাররা তার সিম টিকে নিজেদের দখলে নিয়ে এই কাজটি করেছিল সুচতুর ভাবে। 

এই ঘটনায় প্রমাণ করে দেয় ইন্টারনেটে আমাদের অস্তিত্ব কতটা ঠুনকো এবং  এটা যতই আমাদের কাজে লাগুক না কেন এর মাধ্যমে সর্বস্ব হারিয়ে ফেলাও অবাক হওয়ার মত কিছু না!

[bctt tweet=”কীভাবে জ্যাক ডোর্শির টুইটার একাউন্ট হ্যাক করা হয়েছিল ? চমকে দেবার মত ঘটনা ! ” username=”shresthoblog”]

তোমার মোবাইলের সিম যদি অকারণে বন্ধ হয়ে যায় বা বেশিক্ষণের জন্য যদি নেটওয়ার্ক চলে যায় তাহলে দেরি না করেই তোমার সার্ভিসপ্রভাইডারের সাথে যোগাযোগ করতে ভুলনা। নাহলেই হয়ত ঘটে যেতে পারে এমন বিপদ !

সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!