কীভাবে বুঝবে স্মার্টফোন হ্যাক করা হয়েছে ?

স্মার্টফোন এখন হয়ে গেছে আমাদের জীবনের একটি অঙ্গ। এটি ছাড়া এক মুহূর্ত আমাদের চলে না। তাই স্মার্টফোন হ্যাক হলে আমাদের বিপদের শেষ থাকে না !

ফটো তোলা থেকে শুরু করে ভিডিওগ্রাফি, ফোন কল, এসএমএস, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার ব্যবহার তো আছেই। আমাদের জীবনের অত্যন্ত পার্সোনাল জিনিস গুলো স্মার্টফোনই জানে। 

এটাই প্রমান করে স্মার্টফোনের গুরুত্ব কতটুকু।

কিন্তু বিপদ তখনই এসে যায় যখন আমাদের স্মার্টফোন টি হ্যাক হয়ে যায়। 

যার ফলে আমাদের অনেক পার্সোনাল ইনফরমেশন চুরি হয়ে যায়।

আমাদের পার্সোনাল ছবি ভিডিও সব চুরি হয়ে যেতে পারে । তার সাথেই ব্যাংক একাউন্টও ফাঁকা হয়ে যেতে পারে।

তাই আগে থেকে সাবধান হয়ে যাওয়াই ভালো।

এই আর্টিকেলে তোমাদের জানাব কীভাবে বুঝবে তোমার স্মার্টফোন হ্যাক করা হয়েছে ?

স্মার্টফোন হ্যাক

কোন রহস্যময় অ্যাপ্লিকেশন এর উপস্থিতি 

তোমার স্মার্টফোনে তুমি যদি এমন কোনো এপ্লিকেশন দেখতে পাও যেগুলো তুমি ডাউনলোড করো নি।

অথবা হঠাৎ করে দেখো কোন নাম্বারে কল গেছে তোমার ফোন থেকে।

আরও জানো : পরস্পর দশ বার এলার্ম দিয়েও ঘুম ভাঙছেনা ? শুভ কাজে দেরী হবার দিন শেষ !

অথবা কোন অচেনা নাম্বারে এসএমএস করা হয়েছে তোমার ফোন থেকে।

তাহলে বুঝে নিতে একদম দেরি করো না তোমার স্মার্টফোন হ্যাক করা হয়েছে।

হ্যাকার তোমার ফোন হ্যাক করে এইসব কাজগুলো করতে পারে খুব সহজেই।

[bctt tweet=”কীভাবে বুঝবে তোমার স্মার্টফোন হ্যাক করা হয়েছে ?” username=”shresthoblog”]

মাঝে মাঝেই কোনরকম অদ্ভুত পপ আপ দেখাচ্ছে কিনা 

আমরা অনেক সময়ই দেখতে পায় আমাদের স্মার্টফোনের ফুল ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট দেখায়।

অথবা হোমস্ক্রীন ওয়ালপেপার হঠাৎ করেই চেঞ্জ হয়ে যায় ও অ্যাডভার্টাইজমেন্ট দেখায়। 

অথবা ব্রাউজিং হিস্ট্রি টা দেখো যেকোন সাসপিসিয়াস ওয়েবসাইট ভিজিট করা হয়েছে।

তাহলে সঙ্গে সঙ্গে সাবধান হয়ে যাও এগুলো সবই তোমার স্মার্টফোন হ্যাক করে নেওয়ার লক্ষণ।

স্মার্টফোন হ্যাক

স্মার্টফোন হ্যাক হলে কানেক্টিভিটি অটোমেটিক অন হয়ে যাওয়া 

তুমি যদি হঠাৎ করে খেয়াল করো তোমার ফোনের স্মার্ট ওয়ারলেস কানেকশন গুলো অর্থাৎ ব্লুটুথ, ওয়াইফাই ইত্যাদি হঠাৎ করে অন হয়ে যাচ্ছে ।

অর্থাৎ তুমি না চাইলেও সেগুলো অন হয়ে যাচ্ছে তাহলে বুঝে নিতে দেরি করো না এবং তৎক্ষণাৎ সাবধান হয়ে যাও।

কারণ এইগুলো সাহায্যে হ্যাক করে দিতে বেশি সময়ও লাগে না ।

শুধুমাত্র ব্লুটুথ এর সাহায্যে স্মার্টফোন হ্যাক করে নিয়ে যাবতীয় গোপন নথি হাতিয়ে নেয়া হয়েছে এরকম দৃষ্টান্ত পৃথিবীতে ভুরি ভুরি।

 

স্মার্টফোন হ্যাক হলে অচেনা কোন রকম এপ্লিকেশন আনইন্সটল করে দাও 

তুমি যদি তোমার স্মার্টফোনে তোমার ইন্সটল করা অ্যাপ্লিকেশনগুলো ছাড়াও হঠাৎ করে অন্য কিছু অ্যাপ্লিকেশন দেখতে পাও।

অথবা এমন অ্যাপ্লিকেশন দেখতে পাও যেগুলো প্লেস্টোরে এভেলেবেল নয়।

তাহলে তৎক্ষণাৎ সেগুলো আনইন্সটল করে দাও এবং বুঝে যেতে দেরি করো না যে তোমার ফোন হ্যাকার এর কবলে পড়েছে।

 

ফোন করার সময় অযথা নয়েজ 

ফোনে কথা বলার সময় তুমি যদি একটানা এবং নিয়মিত ব্যাকগ্রাউন্ড শুনতে পাও তাহলে সাবধান হয়ে যাও এবং যার সাথে কথা বলছ তার সাথে কথা বলে বোঝার চেষ্টা করো এটা তার ব্যাকগ্রাউন্ড নয়েজ কিনা।

আরও জানো : ফোনের মেমোরি শেষ হয়ে যাওয়া থেকে মুক্তি ! 

যদি না হয় তাহলে তোমার স্মার্টফোন হ্যাক বা ট্যাপ হয়ে যাবার সম্ভাবনা।

 

হঠাৎ করে দ্রুত মোবাইল ডাটা অফ শেষ হয়ে যাওয়া 

শুনতে অবাক লাগলেও এটা সত্যি ফোনে যত অ্যাপস অথবা ব্যাকগ্রাউন্ডে কাজ চলবে তত বেশি ফোনের ডেটা প্রয়োজন হবে।

হ্যাকার যখন তোমার ফোন হ্যাক করে নেয় তখন অত্যধিক পরিমাণে ইন্টারনেট লাগে।

তাই যদি কনস্ট্যান্টলি তোমার ফোনে ইন্টারনেট প্যাক দ্রুত শেষ হয়ে যায়, তাহলে ভালো করে খেয়াল রাখ।

কোন অ্যাপ বেশি ডেটা খাচ্ছে। যদি প্রয়োজন না থাকে সেই অ্যাপটি আনইন্সটল করে দাও অথবা যদি দেখো সেই অ্যাপটি কে তুমি আদৌ তোমার ফোনে ইন্সটল করো নি তাহলে তৎক্ষণাৎ সেই অ্যাপটি আনইন্সটল করে দাও।

তোমার এই রকম কোন সমস্যা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে ভুলনা !

সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!