• Home
  • Online Shopping

Online Shopping করার সময় কোন কোন বিষয়গুলি আপনাকে ঠকে যাওয়া থেকে বাঁচাবে অবশ্যই জেনে নিন !

ভিড় ঠেলে, ঘেমে স্নান করে বা বৃষ্টিতে ভিজে অথবা রোদে গরমে তেতে-পুড়ে বাজার করার সময় এখন শেষ।দোকানে গিয়ে কেনাকাটার থেকে এখন অনেক বেশি সুবিধা জনক হয়েগেছে Online-এ কেনাকাটা করা। তাই এই আর্টিকেল টি অবশ্যই পড়ে নিন কারণ এটি আপনাকে ঠকে যাওয়া থেকে বাঁচাবে !

Mouse-এর কয়েকটা Click-এই এখন আপনার Order Complete। তারপর আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা Net Banking-এই মিটিয়ে দিন আপনার টাকা।

এর পর কেনা জিনিস শুধু আপনার হাতে আসার অপেক্ষা। সেটাও এখন আগের থেকে হয়ে গেছে অনেক সুবিধাজনক। Company-গুলি সুচারু ভাবেই এনে ফেলেছে Quick Delivery-এর Option।

আগে থেকে Pay করতে যারা আগে সমস্যায় পরতেন তাদের জন্যও সুখবর, এখন বেশির ভাগ জায়গাতেই আপনি Cash on Delivery অর্থাৎ আপনার কেনা জিনিস হাতে পাওয়ার পর টাকা মেটানোর সুবিধা।

কিন্তু তাতেও উপযুক্ত Deals খুঁজতে গিয়ে আমাদের সমস্যায় পরতে হয়। কোন জিনিস কেনার পর ও দেখা যায় সেটা আরও কম দামে পাওয়া যেত।

[bctt tweet=”বিশ্বের 71% Shoppers মনে করে যে Online-এ Shopping করলে বেশি সুবিধা পাওয়া যায়।” username=”shresthoblog”]

যেভাবে আপননি Online Shopping করার সময় আপনার কষ্টার্জিত টাকা বাঁচাতে পারবেন এবং ঠকে যাবার হাত থেকে বাঁচবেন সেগুলি হল :

নীচের কয়েকটি Tricks মেনে চললে আপনি প্রত্যেকবার Online Shopping করার সময় আপনার কষ্টার্জিত টাকা বাঁচাতে পারবেন এবং Online Shopping করার সময় ঠকে যাবার হাত থেকে বাঁচবেন ।

Compare করে নিন এটি ঠকে যাওয়া থেকে বাঁচাবে :

Online-এ কোনোকিছু কেনার আগে অবশ্যই আপনার পছন্দের জিনিসটির দাম Amazon Flipkart -এই দুই জাইগায়  Compare করেনিন।

এবং যেখানে কম দামে পাবেন অবশ্যই সেখান থেকে কিনুন ।

নিশ্চিত ভালো জেনে তবেই কিনুন  :

Online-এ Shopping করার সময় Amazon থেকে জিনিসটি কিনলে সেটি যদি Amazon Fulfilled হয় অথবা Flipkart থেকে কেনেন সেটি যেন Flipkart Assured হয়।

এই দুটি ক্ষেত্রে AmazonFlipkart নিজেরা পরীক্ষা করে তবেই জিনিসটি  বিক্রির Permission দেয় ।

যা ক্রেতা দের জন্যও আরও Secure ।

Wish List-এ Add করে রাখুন :

আপনি যে জিনিসটা কিনতেচান সেটা আগে থেকেই আপনার Wish List-এ Add করে রাখুন।

বেশ কয়েকদিন ধরে Wish List-এ Add করা থাকলে কোন কোন ক্ষেত্রে শুধুমাত্র আপনার জন্যই Special Discount-এর ব্যবস্থা করে দেওয়া হয়।

Online Deals ও Discounts-এ নজর রাখুন :

Flipkart ও Amazon সহ প্রত্যেক Online Shopping Website গুলিই এখন Competition-এ টিকে থাকার জন্য প্রায়ই নানান Offer Day নিয়ে আসে।

সেগুলি খেয়াল রাখুন । এই সময়ে তুলনামূলক ভাবে অনেক কম দামে জিনিস পাওয়া যায়।

এই বিষয়ে ঠিক সময়ে Notification পেতে আমাদের Facebook ,TwitterInstagram-এ Follow করুন।

এছাড়া প্রত্যেক দিনের শ্রেষ্ঠ Hand Picked Deals পেতে অবশ্যই আমাদের Deals Page -এ খেয়াল রাখুন । এখানে প্রত্যেক দিনের অসাধারণ Deals আমরা খুঁজে রাখি আপনারই জন্য।

Cash on Delivery Select করুন  :

এখন FlipkartAmazon ভারতবর্ষের প্রায় সব জায়গাতেই Cash on Delivery -এর সুযোগ দেয় অর্থাৎ আপনি আপনার কেনা জিনিস Delivery পেয়ে তবেই টাকা মেটাবেন।

এই ব্যবস্থা ক্রেতা দের জন্য অত্যন্ত সুবিধাজনক। এখানে আপনি আগে আপনার জিনিস Check করে নিয়ে তবেই টাকা মেটানোর সুবিধা পাবেন।

আপনার ঠিকানায় এই সুবিধা থাকলে অবশ্যই তা ব্যবহার করুন । এটি আপনাকে ঠকে যাওয়া থেকে বাঁচাবে ।

Package খোলার সময় Video Record করুন :

খোলার সময় অনেক সময়ে দেখা যায় যে কেনা জিনিসটির পরিবর্তে অন্য জিনিস পাঠিয়ে দেওয়া হয়েছে।

কোন কোন সময় মোবাইল এর পরিবর্তে আধলা ইট ও এসেছে এমন খবর পাওয়া যায়।

তাই আপনার প্রমাণ স্বরূপ Package-টি খোলার সময় Video Record করে রাখুন। পরে কোন রকম সমস্যা হলে এটা আপনাকে অনেক সাহায্য করবে।

0% Interest EMI -এর সুবিধা নিন :

FlipkartAmazon দুই Company-ই তাদের Credit Card Holder-দের জন্য Interest Free EMI-এর ব্যবস্থা রাখে।

যাতে করে আপনি আপনার কেনা জিনিস এর দাম মাসে মাসে মেটাতে পারবেন কোনরকম Extra চার্জ ছাড়াই।

বেশি দামি জিনিস কিনলে এটা অত্যন্ত সুভিধাজনক ।

আপনার Credit Card থাকলে ও কোন দামি জিনিস কিনলে এর সুবিধা অবশ্যই নিন।

উপরের Tips and Tricks গুলি আপনার কেমন লাগলো তা আমাদের Comment করে অবশ্যই জানান। এই সব Tips and Tricks – গুলি মেনে চললে আপনি কখনই Online – এ কেনাকাটার সময় সমস্যার সুম্মুখীন হবেন না।

পোস্ট টিকে Share করে আপনার প্রিয়জন দেরও জানিয়ে দিন।

সাবস্ক্রাইব করুন, শ্রেষ্ঠ থাকুন

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!