অনুপ্রেরণার আর এক নাম কে শিভম ! এবার ইসরো মহাকাশে মানুষ পাঠাবে !
ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর চেয়ারম্যান কে শিভম জানালেন 2021 সালের ডিসেম্বর মাসের মধ্যে ভারত আবার মহাকাশে যাত্রা করবে এবং তার জন্য যাবতীয় প্রস্তুতি অলরেডী শুরু হয়ে গেছে ।
2021 সালের ডিসেম্বর মাসেই মহাকাশে ভারত তাদের প্রথম মহাকাশচারী পাঠাবে।
এবং তা পাঠাবে তাদের নিজস্ব মহাকাশযানে করেই।
ভারতের ভবিষ্যতের মিশনগুলোর কথা বলতে গিয়ে তিনি আদিত্য এল এর কথা বলেন।
এই মিশনে সূর্যকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়ার জন্যও ভারতের প্রস্তুতি এখন তুঙ্গে।
সে সম্পর্কেও বিস্তারিত বলেন তিনি।
চন্দ্রযান 2 এর সফলতার কথা বলতে গিয়ে তিনি বলেন যে চন্দ্রযান 2 মিশন 98% সফল।
এবংইসরো এর মুন অরবিটার যথাযথভাবেই কাজ করে চলেছে ।
আরও জানো : এবার ফ্রিতে মুভি দেখো ফ্লিপকার্ট ভিডিও স্ট্রিমিং সার্ভিস এ !
এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও বলেন অরবিটার এর জীবনকাল ছিল মাত্র এক বছরের।
কিন্তু ইসরো এর বিজ্ঞানীদের দক্ষতার সাথে তা লঞ্চ করার ফলে জ্বালানি সাশ্রয় হয় ।
যার জন্য তার জীবনকাল বেড়ে হয়েছে সাড়ে সাত বছর।
যা এক কথায় অসাধারণ এক সফলতা !
অনুপ্রেরণার আর এক নাম কে শিভম !
আইআইটি ভুবনেশ্বর এর অষ্টম কনভোকেশনে যোগ দিয়ে তিনি বলেন ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করতে বলেন-ব্যর্থতা কেই শেখার পথের বাধা হিসেবে মেনে না নিতে !
আরও জানো : কীভাবে স্টেডিয়ামে বসেই সরাসরি ইসরোর রকেট লঞ্চ দেখতে পারবে ?
কনভোকেশনে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ” অবশ্যই মহান লিডার দের দ্বারা অনুপ্রাণিত হওয়া উচিত। কিন্তু তাদেরকে নকল করতে যেও না। তোমার নিজস্ব সমস্যার নিজস্ব সমাধান থাকা উচিত। তুমি যদি ডাক্তার কালাম এর মত হতে চাও তাহলে তার চুলের স্টাইল এর পিছনে ছোটো না, তার পরিবর্তে তিনি যা বলে গেছেন সে গুলোকে মেনে চলো !”
সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো