• Home
  • TechMate

রিলায়েন্স জিও -র নতুন আনাউন্সমেণ্ট ! এখুনি জেনে নাও জিও নতুন খবর !

বিজয়া দশমীর পরেই আর এক নতুন সংঘাতিক খবর নিয়ে হাজির হয়েছে রিলায়েন্স জিও। তাই তুমি যদি একজন জিও -র কাস্টমার হও তাহলে অবশ্যই জেনে নাও জিও নতুন খবর !

লঞ্চের সাথে সাথে জিও চারিদিকে আলোড়ন ফেলে দিয়েছিল ! তারা বলেছিল তাদের ইনকামিং, আউটগোয়িং, ইন্টারনেট সমস্ত কিছু থাকবে আনলিমিটেড চিরকালের জন্য।

কিন্তু সেই ধারার আমূল পরিবর্তন হতে চলেছে !  

এবার থেকে জিও থেকে অন্যান্য সার্ভিস প্রোভাইডার এ কল করতে গেলে তোমাকে দিতে হবে টাকা!  

হ্যাঁ কথাটা একদম সত্যি ।

রিসেন্টলি জিও এ ব্যাপারে একটি প্রেস রিলিজ বার করেছে ।

যেখানে তারা সম্পূর্ণ বিষয়ে তথ্য গুলো দিয়েছে।

সম্পূর্ণ বিষয়টি ভিডিও হিসাবে দেখে নাও এখানে !

[embedyt] https://www.youtube.com/watch?v=QAoULph8O2g[/embedyt]

রিলায়েন্স জিও নতুন খবর কি ?

জিও ঘোষণা  করছে এবার জিও থেকে অন্যান্য সার্ভিস প্রোভাইডার এ কল করতে গেলে প্রত্যেক মিনিটে আমাদের গুনতে হবে 6 পয়সা করে। 

অর্থাৎ তুমি যদি জিও থেকে এয়ারটেল বা আইডিয়া যেকোনো সার্ভিস প্রোভাইডার কল করো তাহলে মিনিট কিছু তোমাকে দিতে হবে 6 পয়সা করে। 

জিও টু জিও কল করলে কোন টাকা কাটা হবে না ।

ইনকামিং কলও থাকছে ফ্রি। 

শুধুমাত্র জিও টু আদার্স প্রোভাইডার এ কল করলেই দিতে হবে টাকা । 

জিও এর জন্য আলাদা রিচার্জ প্লান ও বার করে ফেলেছে । 

যার নাম দেওয়া হয়েছে আই ইউ সি প্যাক । 

এরই সাথে জিও ঘোষণা করছে এই টাকা তার ব্যাক দিয়ে দেবে ইন্টারনেট প্যাক হিসাবে। 

অর্থাৎ তুমি যদি 10 টাকার আই ইউ সি প্যাক নাও তাহলে তোমাকে দেওয়া হবে 1 জিবি ফ্রি ইন্টারনেট । 

আর সেই লিস্টটা হল কিছুটা এরকম।

সেখানে রয়েছে 10 টাকার কুড়ি টাকার 50 টাকার ও 100 টাকার প্লান ।

জিও

এর কারণটা কি ?

এর কারণ হিসেবে দেখাতে গিয়ে জিও বলছে এর জন্য তারা দায়ী নয় । 

এটা নির্ধারিত করা হয়েছে TRAI অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর।

যে কোন সার্ভিস প্রোভাইডার থেকে অন্য প্রোভাইডার কে কল করতে গেলে তাদেরকে চার্জ দিতেই হয় । এর নাম আই.ইউ.সি. অর্থাৎ ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ ।

আর এই নিয়ম চলে আসছে অনেকদিন ধরেই । 

সেই 2011 সাল থেকে। 

যাদের জিও সিম আছে একথা তাদের কারোরই অজানা নয় যে অন্যান্য সার্ভিস প্রোভাইডার এর  সিম যাদের রয়েছে তারা তাদেরকে মিস কল দেয় এবং সেই জিও সার্ভিস হোল্ডার তাকে কল ব্যাক করে।

তারই সাথে জিও বলছে তাদেরকে প্রত্যেকদিন 25 থেকে 30 কোটি মিসকল ডিল করতে হয়।

অর্থাৎ তোমার কোন আত্মীয় যদি এয়ারটেল বা আইডিয়া সিম থাকে তাহলে তোমার জিও সিমে তারা মিসকল দেয় এবং তুমি তাদের কল ব্যাক করো।

যার ফলে এই 25 থেকে 30 কোটি কলের আইওসি দিয়ে যেতে হচ্ছে।

যা এতদিন পর্যন্ত নিজেরাই করে এসেছিল জিও। 

জিও জানাচ্ছে এর ফলে জিও কোম্পানিকে সাংঘাতিক রকমের টাকা দিতে হয় অন্যান্য কোম্পানিগুলোকে।

জিওর ঘোষণা অনুযায়ী গত তিন বছরে জিও অন্যান্য সার্ভিস প্রোভাইডার কে আই.ইউ.সি. -র জন্য পে করেছে 13,500 কোটি টাকা !

এখন তাদের দ্বারা সেটি সম্ভব হচ্ছে না ।

তাই আলাদা করে তারা এই IUC চার্জ তারা কেটে নেবে স্থির করেছে কাস্টমারদের কাছ থেকেই !

জিও এটাও বলছে যে এই টাকা তারা নিজেদের কাছে রাখবে না।

সরাসরি অন্যান্য সার্ভিস অপারেটরদের ট্রান্সফার করে দেবে আই.ইউ.সি. হিসাবে !

এর সমাধানটা কি ?

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া আই.ইউ.সি. কেটে আসছে সেই 2011 সাল থেকেই।

এর আগে সেটি ছিল 14 পয়সা, পরে সেটিকে কমিয়ে ছয় পয়সা পার মিনিটে নিয়ে আসা হয়।  

TRAI প্রথমে বলেছিল 2020 সালের জানুয়ারি মাস থেকেই এই আই.ইউ.সি. কমিয়ে একদম বিনামূল্যে করে দেয়া হবে।

আরও জানো : কীভাবে অনলাইনে টাকা ইনকাম করবে ? জেনেনাও জেনুইন কয়েকটি পদ্ধতি সম্পর্কে !

কিন্তু এখন তারা ঘোষণা করেছে এই ব্যাপারটি তারা পর্যালোচনা করছে ।

আর সেই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে রিলায়েন্স জিও ।

এর সমাধান হিসেবে জিও বলেছে ট্রাই যখনই এই চার্জ তুলে দেবে তখনই আবার জিও থেকে অন্যান্য সার্ভিস প্রোভাইডার কল করে দেয়া হবে ফ্রী অফ কস্ট।

আর এখনও পর্যন্ত জিও থেকে জিও কলের জন্য, সমস্ত ইনকামিং কলের জন্য এবং জিও থেকে ল্যান্ডলাইন কলের জন্য কোন রকম চার্জ দিতে হবে না।

এছাড়াও তুমি যদি ইন্টারনেটের ব্যবহার করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদির মাধ্যমে কাউকে কল করো তার জন্য তোমাকে আলাদা করে কোনরকম টাকা দিতে হবে না।

সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!