• Home
  • Shrestho Tutorials

স্মার্টফোন হ্যাক থেকে বাঁচাও এইভাবে ! কমপ্লিট গাইড !

স্মার্টফোন কথাটি সবার কাছেই পরিচিত এবং তারই সাথে হ্যাকিং নিয়েও সকলের চিন্তার শেষ নেই। আজকের আর্টিকেল টি পড়েনাও ও সহজেই তোমার  স্মার্টফোন হ্যাক থেকে বাঁচাও !

বর্তমানযুগে স্মার্টফোনের গুরুত্ব অত্যন্ত বেশি, প্রিয়জনের সাথে কথাবলা থেকে শুরু করে তথ্য আদান প্রদান,অনলাইন শপিং,বিভিন্ন ধরনের টিকিট বুকিং সবই এর মাধ্যমে আমরা করে থাকি।

এর ব্যবহার দিনেরপর দিন ক্রমাগত বেড়েই চলেছে।

বর্তমানে সারাবিশ্বে 2.87 বিলিয়ন মানুষ স্মার্টফোন ব্যবহারে উৎসাহী।

কিন্তু এই উন্নত বিজ্ঞানের যুগেও স্মার্টফোন হ্যাক হওয়ার ঘটনা নতুন করে বলার কিছু নেই।

তাই নিজের স্মার্টফোন হ্যাক হওয়ার থেকে সুরক্ষিত রাখতে আমাদের সবসময়ই কিছু বিশেষ পদক্ষেপ নিয়ে চলতে হয়।

স্মার্টফোন হ্যাক থেকে বাঁচাও এইভাবে !

স্মার্টফোন হ্যাক

[bctt tweet=”কীভাবে স্মার্টফোন হ্যাক হওয়ার থেকে সুরক্ষিত রাখবে !” username=”shresthoblog”]

লক স্ক্রিনে পাসওয়ার্ড বা পিন ব্যবহার করো :

মোবাইলের লক স্ক্রিনে সবসময় পাসওয়ার্ড ব্যবহার করো। এতে তোমার ফোন অনেকটাই সুরক্ষিত থাকবে। ও তোমার স্মার্টফোন হ্যাক হওয়া থেকে অনেকটাই বাঁচবে !

ফোনের যাবতীয় এপ্লিকেশন গুলিকে লক করে রাখো :

সবসময় পাসওয়ার্ড ব্যবহারটাই ফোনের সুরক্ষিতের জন্য যথেষ্ঠ নয়।
তাই সর্বদা তোমার ফোনের যাবতীয় এপ্লিকেশন গুলিকে লক করে রাখো।

বিশেষ করে অনলাইন শপিং এর ক্ষেত্রে paytm, google pay ইত্যাদির তথ্য ও whatsapp, instragram, facebook এ সর্বদা লক করে রাখো । যার ফলে তোমার ফোন সবসময়ই সুরক্ষিত থাকবে।

আরও জানো : International Space Station সম্পর্কে এই অবাক করা তথ্য গুলি জানো কি?

বিশ্বস্ত জায়গা থেকেই সর্বদা অ্যাপ ইনস্টল কর

বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে প্লেস্টোর বা অ্যাপ স্টোর থেকেই শুধুমাত্র তা ইন্সটল করো।

অযথাই অন্য কোনো ওয়েব সাইট থেকে কোনো প্রকার অ্যাপ ইনস্টল করবে না।

শুধুমাত্র অফিসিয়াল অ্যাপই ব্যবহার কর ।

স্মার্টফোন হ্যাক থেকে বাঁচাতে থার্ডপার্টি অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাক

আমরা অনেক ক্ষেতে আমাদের ফোনে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে থাকি।

তাই থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের সময় আমাদের কাছে অনেক পারমিশন চেয়ে থাকে আর আমরা নিজেদের অজান্তেই সব কিছুতেই “ok” করে দিই।

যার মধ্যে দিয়ে আমাদের স্মার্টফোন হ্যাক হবার সম্ভাবনা থেকে যায়।

তাই সব পারমিশন সিলেক্ট করার আগে তা ভালোভাবে অবশ্যই পড়ে নাও ও স্মার্টফোন হ্যাক থেকে বাঁচাও !

স্মার্টফোন হ্যাক

পাবলিক WiFi থেকে দূরে থাকো :

ফ্রী WiFi জোন থেকে তোমার ফোনটিকে দূরে রাখ। তোমার ফোনের Auto Connect WiFi অপশনটি বন্ধ রাখো, নাহলে তোমার অজান্তেই ফোনের WiFi Connect হয়ে যেতে পারে এবং তোমার ফোনের Data Hack হতে পারে।

স্মার্টফোন হ্যাক

নিয়মিত স্মার্টফোন আপডেট করো :

নিজের স্মার্টফোন কে সুরক্ষিত রাখার জন্য তোমার ফোনটিকে আপডেট করতে ভুলো না।

এতে তোমার ফোন হ্যাক হবার সম্ভাবনা থাকেনা।

স্মার্টফোন হ্যাক

সুরক্ষিত ব্রাওজার ব্যবহার করো :

ফোন সুরক্ষিত রাখার জন্য সুরক্ষিত ব্রাওজার ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই সর্বদা সুরক্ষিত ব্রাওজার ব্যবহার করো।

স্মার্টফোন হ্যাক

অপ্রয়োজনীয় সময়ে ফোনের ওয়াইফাই , ব্লুতুথ, সেলুলার ডাটা বন্ধ রাখো :

তোমার অপ্রয়োজনীয় সময়ে ফোনের ব্লুতুথ, সেলুলার ডাটা বন্ধ রাখো।

হ্যাকাররা কখনই এই সব সংযোগ ছাড়া তোমার ফোনের ডাটা চুরি করতে পারবে না, তাই অপ্রয়োজনীয় সময়ে স্মার্ট ফোনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখো ও স্মার্টফোন হ্যাক থেকে বাঁচাও !

আরও জানো : কীভাবে পাবজি গেমের স্পেকটেটর মোড অফ রাখবে ?

স্মার্টফোন হ্যাক

অজানা এসএমএস, Emil এ ক্লিক করা থেকে বিরত থাকো :

অচেনা এসএমএস বা Email থেকে নিজেকে মুক্ত রাখো।

মনে রাখবে এই সামান্য ফালতু এসএমএস এর মধ্যে দিয়েই তোমার ফোন হ্যাক হতে পারে।

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!