আপনার সমস্ত ছবি, ভিডিও, চ্যাট ডিলিট করে দেবে WhatsApp ! কি করবেন ?
এতদিন আমরা আমাদের WhatsApp-এর Backup এর জন্য Google Drive ব্যবহার করে এসেছি। প্রথমত Automatic Backup এর জন্য এটা অসাধারণ। আর দ্বিতীয়ত, Google Drive এর Security অপশনের জন্য।
Google Drive এর মতো Encrypted Service এ Automatic Backup এনেবেল করে রাখলে আমাদের আর চিন্তার কোনো কারণ থাকত না।
Table of Contents
কিন্তু সেই সুখের দিন শেষ !
Google সদ্য সদ্য WhatsApp এর সাথে সমঝোতায় এসেছে যে তারা আর তাদের Google Drive কে WhatsApp Backup এর জন্য ব্যবহার করতে দেবেনা এবং একথা জানিয়ে Google তাদের ইউজার দের ইমেইল করে দিতে শুরু করে দিয়েছে।
আরও পড়ুন : কিভাবে আপনার WhatsApp-কে নিরাপদ রাখবেন ? অবশ্যই জেনে নিন !
আপনার ছবি, ভিডিও, চ্যাট সব ডিলিট করে দেবে WhatsApp ! কি করবেন ?
যদিও এটা অত্যাধিক Google Drive ইউজার দের জন্য সুখবর। কারণ বেশি WhatsApp Backup এর ফলে Google Drive এর Free 15 GB Memory শেষ হয়ে যেত ও তার পর আবার স্টোরেজ কেনার ঝামেলা থেকেই যেত।
[bctt tweet=”আপনার ছবি, ভিডিও, চ্যাট সব ডিলিট করে দেবে WhatsApp ! কি করবেন ?” username=”shresthoblog”]Google সদ্য সদ্য WhatsApp এর সাথে সমঝোতায় এসেছে যে তারা আর তাদের Google Drive কে WhatsApp Backup এর জন্য ব্যবহার করতে দেবেনা এবং একথা জানিয়ে Google তাদের ইউজার দের ইমেইল করে দিতে শুরু করে দিয়েছে।
কিন্তু এখানে একটি সমস্যা রয়েই গেছে !
Google Drive এ আপনার UnUpdated WhatsApp Backup ডিলিট করা হবে November মাসে।
অর্থাৎ আপনার WhatsApp এর সমস্ত ছবি, ভিডিও, চ্যাট ও অন্যান্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিসগুলি রাতারাতি ডিলিট হয়ে যাবার সম্ভাবনা।
যা সকলের কাছেই চিন্তার বিষয় !
সঠিক ব্যাপারটি কি ?
Whatsapp এর সাথে গুগলের সমঝোতা অনুযায়ী গুগল ইতিমধ্যেই যারা ব্যাকআপের জন্য গুগল ব্যবহার করেন তাদের ইমেইল করে জানিয়ে দিতে শুরু করে দিয়েছে।
সেই ইমেইলে গুগল নিশ্চিত করে দিয়েছে যে সমস্ত ব্যাকআপ এখনও পর্যন্ত আপডেট করা হয়নি সেগুলিকে নভেম্বর মাসে ডিলিট করে দেওয়া হবে।
অর্থাৎ, যেটুকু ব্যাকআপ করা আছে সেটা থেকে যাবে। বাকি যে অংশটুকু এখনও করা নেই। সেটা এখনই ব্যাকআপ করে না নিলে নভেম্বর মাসে সেই বাকি অংশটা ডিলিট করে দেওয়া হবে।
অর্থাৎ, লেটেস্ট সমস্ত চ্যাট, ছবি, ভিডিও ইত্যাদি আর পাবেন না।
ডিলিট হয়ে যাওয়া থেকে বাঁচতে কি করবেন ?
আপনার প্রিয় স্মৃতি আপনার নাগালের বাইরে বেরিয়ে যাবার আগেই সাবধান হয়ে যান।
তা করার জন্য আপনাকে ম্যানুয়ালি ব্যাকআপ করতে হবে। এটা করলে আপনি আপনার হ্যান্ডসেট পরিবর্তন করলেও সহজেই আপনার সমস্ত চ্যাট, ছবি, ভিডিও ইত্যাদি ফিরে পেয়ে যাবেন।
তাহলে আর অপেক্ষা কেন ?
এটা করার জন্য আপনার WhatsApp খুলুন। সেখানে উপরের ডান দিকে যে তিনটি ডট আছে সেখানে ক্লিক করুন।
তারপর Settings এ ক্লিক করুন ও সেখান থেকে Chats ও তার পরে Chats Backup !
Chats Backup অপশনে গিয়ে সবুজ Backup অপশনটায় ক্লিক করুন ও ইন্টারনেট কানেকশন অন রাখবেন অবশ্যই!
ব্যাস !
আরও পড়ুন : কিভাবে কোনো মোবাইল নম্বর Save না করেই তাকে WhatsApp মেসেজ পাঠাবেন ? অবশ্যই জেনে নিন !
Automatic ব্যাকআপ হয়ে যাবে। আপনার আর কোনো চিন্তা থাকবে না।
আপনি আপনার WhatsApp এর Backup করেছেন তো ? নীচে Comment করে আমাদের অবশ্যই জানান !
Backup করতে গিয়ে কোনো সমস্যা হলেও তা আমাদের জানাতে ভুলবেন না !
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook, Twitter ও Instagram -এতে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !