ইন্টারনেট -এ যা আমাদের একদমই করা উচিত নয় !
আমাদের কাছে এখন নিত্য দিনের প্রয়োজন ইন্টারনেট। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাবার আগে পর্যন্ত ইন্টারনেট খুবই প্রয়োজন।
কিন্তু তুমি কি জানো ইন্টারনেট এই অনেক মারাত্মক ভুল করে চলেছ তুমি, যা থেকে তোমার সাংঘাতিক ক্ষতি হয়ে যেতে পারে ?
কি সেই ভুল?
চলো আজকের এই আর্টিকেলে আমরা জেনে নিই সেই ভুল গুলোকেই যা আমাদের একদমই ইন্টারনেট -এ করা উচিত নয় এবং সজাগ হয়ে যায় সেগুলো থেকে !
[bctt tweet=”ইন্টারনেট -এ যা আমাদের একদমই করা উচিত নয় !” username=”shresthoblog”]Table of Contents
ফ্রি ওয়াইফাই ব্যবহার করা !
সবার কাছে একটা আনন্দের বিষয় হলো বিনা মূলে কোনো কিছু পাওয়া।
তাই যেখানে সেখানে ফ্রী ওয়াইফাই দেখলেই আমাদের মন সেই দিকে ছুটে যায়।
কিন্তু জান কি ফ্রি ওয়াইফাই এর মাধ্যমে আমাদের মোবাইলের ব্যক্তিগত তথ্য আমাদের অজান্তেই চুরি করে নিতে পারে হ্যাকাররা।
এমন কি অনেক ক্ষেত্রেই ব্যাংক থেকে সমস্ত টাকাপয়সা চলে যেতে পারে হ্যাকারদের একাউন্টে।
তাই যেখানে সেখানে ফ্রী ওয়াইফাই ব্যবহার থেকে বিরত থাকো ।
আরও জানো : কীভাবে পাবজি গেমের স্পেকটেটর মোড অফ রাখবে ?
অনলাইনে শপিং !
অনলাইনে কেনাকাটা এখন নিত্য দিনের ঘটনা।আমরা ঘরে বসেই নিজের পছন্দ মতো জিনিস খুব সহজেই অনলাইন শপিং আর মাধ্যমে পেয়ে যাচ্ছি ।
কিন্তু কখনো ভেবে দেখেছ কি এই সময় বাঁচাতে গিয়ে আমাদের কত টা ক্ষতি হয়ে যাচ্ছে।
অনেক অজানা ওয়েবসাইট এ কেনাকাটার সময় পেমেন্ট করার ক্ষেত্রে আমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ব্যবহার করে থাকি।
কিন্তু এই সময় আমাদের ক্রেডিট ডেবিট কার্ড এর পার্সোনাল ইনফরমেশন ফাঁস হয়ে থাকে!
তাই অনলাইনে অচেনা অজানা ওয়েবসাইটে কেনাকাটা ঝুকি থেকে নিজেকে সরিয়ে রাখুন।
বিশেষ করে http ওয়েবসাইটে তো নয়ই !
ব্যক্তিগত পাসওয়ার্ড আদান প্রদান করা বন্ধ করা !
তোমার প্রিয়জন হোক বা আত্মীয়, ব্যক্তিগত তথ্য নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করো।
কোনো মতেই তোমার পাসওয়ার্ড কাউকে দিওনা।
ব্যাংক বা ক্রেডিট কার্ড কোম্পানি থেকেও কখনোই তোমার পাসওয়ার্ড জিজ্ঞাসা করা হয়না।
তাই টেমকনি কোনো ফোন পেলে, সঙ্গে সঙ্গে পুলিশের সাথে যোগাযোগ করো !
ট্রাভেল প্লানিং শেয়ার করা থেকে বিরত থাকা !
কোথাও বেড়াতে যাবার প্লান থাকলে সেটা যত টা পারবে নিজের পরিবারের সদস্যদের মধ্যে গোপন রাখো।
হতে পারে তোমার অনুপস্থিতিতে তোমার বাড়ীর কোনো জিনিস চুরি গেল।
আরও জানো : MI LED Smart Bulb আনবক্সিং ও রিভিউ !
তাই অযথা ফেসবুক,whatsapp এ তোমার বেড়াতে যাবার প্লান আগে থেকে প্রকাশ করার প্রয়োজন নেই।
এর থেকে বিপদ ঘটে যাবার অনেক অনেক উদাহরণ আছে।
এপ্লিকেশন ব্যবহারে সজাগ হও !
অনেক ক্ষেত্রে আমরা আমাদের ফোনে অনেক 3rd পার্টি app ব্যবহার করে থাকি।
সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো
যার ফলে সেটা ব্যবহার করতে গেলে আমাদের কাছ থেকে অনেক পারমিশন চেয়ে থাকে।
আর আমরা নিজের অজান্তেই অনেক পারমিশন ভুল করে দিয়ে ফেলি।
যে কারণে আমাদের অনেকটাই বেক্তিগত তথ্য হারিয়ে যাবার ভয় থাকে!
তাই কোনো এপ্লিকেশন ব্যবহারের আগে সেটি কিসের কিসের পারমিশন চাইছে সেটা দেখে নাও।
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !