এবার ফ্রিতে মুভি দেখো ফ্লিপকার্ট ভিডিও স্ট্রিমিং সার্ভিস এ !
তুমি যদি একজন শ্রেষ্ঠ হও অর্থাৎ আমাদের ব্লগের নিয়মিত পাঠক হও তাহলে তুমি সবার আগে অবশ্যই জেনে গিয়েছিলে যে ফ্লিপকার্ট ভিডিও স্ট্রিমিং সার্ভিস আসতে চলেছে খুব আসতে চলেছিল খুব শীঘ্রই।
কারণ সেই সম্পর্কে আমরা ব্লগ পোস্ট করে জানিয়ে ছিলাম।
আমরা জানিয়েছিলাম সার্ভিস এর বিশেষত্বগুলো সম্পর্কে।
সম্পূর্ণ বিষয়ে জানতে এখানে ক্লিক করো।
আর আজ ফ্লিপকার্ট তাদের এই ভিডিও স্ট্রিমিং ব্যবস্থাকে অনলাইনে নিয়ে চলে এসেছে তাদের ইন্ডিয়ান ইউজারদের জন্য।
[bctt tweet=”এবার ফ্রিতে মুভি দেখো ফ্লিপকার্ট ভিডিও স্ট্রিমিং সার্ভিস এ ! ” username=”shresthoblog”]আমাজন প্রাইম ভিডিও, নেটফ্লিক্স, হটস্টার ও অন্যান্য ভিডিও স্ট্রিমিং সার্ভিস গুলোর মতই ফ্লিপকার্ট পার্সোনালাইজড ভিডিও কনটেন্ট নিয়ে আসছে এসেছে তাদের ভারতীয় ইউজারদের জন্য।
কীভাবে ফ্লিপকার্ট ভিডিও স্ট্রিমিং সার্ভিস থেকে তুমি ভিডিও দেখতে পারবে ?
এই সার্ভিস থেকে ভিডিও দেখার জন্য অবশ্যই তোমাকে ফ্লিপকার্ট এর লেটেস্ট ভার্সন অর্থাৎ ভার্শন 6.17 আপডেট করে নিতে হবে তোমার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে।
তোমার ফ্লিপকার্ট ইন্সটল করা না থাকলে এখানে ক্লিক করো ও প্রথমেই ইন্সটল করে নাও।
অ্যাপ্লিকেশনটি আপডেট হয়ে যাবার পর যাবার পর সেটাকে খুলে নাও ও সাইন ইন করে নাও।
তারপর দেখো একদম নিচের দিকে ভিডিও অপশন আছে ! সেখানে যাও।
ব্যাস, তাহলেই তুমি খুব সুন্দর ইউজার ইন্টারফেসে তোমার পছন্দের অনেক মুভি, ওয়েব সিরিজ দেখতে পেয়ে যাবে।
সেগুলোর বেশিরভাগই রয়েছে হিন্দিতে।
এছাড়াও তামিল এবং কানাডাতেও কিছু ভিডিও রয়েছে সেখানে।
আরও জানো : কীভাবে তোমার ল্যাপটপের যত্ন নেবে ?
বেশিরভাগ ভিডিও স্ট্রিমিং সার্ভিস গুলোর মতই ফ্লিপকার্টও তাদের ইউজারদের হেলথ বেনিফিট মাথায় রেখে ব্যবস্থা করেছে ডার্ক মোডেরও।
যা এক কথায় অসাধারণ।
এই সার্ভিস একদম বিনামূল্যে দেখার সুবিধা পাচ্ছে ইউজাররা।
অর্থাৎ ফ্লিপকার্টে তোমার পছন্দের মুভি অথবা ওয়েব সিরিজ দেখার জন্য কোন পয়সা দিতে হচ্ছে না তোমাকে।
এখনো পর্যন্ত দেওয়া তথ্য অনুযায়ী এখান থেকে যাবতীয় আর্নিং ফ্লিপকার্ট করছে অ্যাডভার্টাইজমেন্ট এর মাধ্যমে।
তবে টেস্ট করা কালীন আমরা এখনও পর্যন্ত কোন অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পায়নি।
ফ্রিতে দেখার সুযোগ করে দিলেও এখানে ওয়েব সিরিজ অথবা মুভির পরিমাণ যথেষ্ট কম রয়েছে।
এছাড়াও এতে অফলাইন মোড অর্থাৎ মুভি অথবা ওয়েব সিরিজ ডাউনলোড করে রেখে পরে অফলাইনে দেখার সুবিধা নেই। যেটা অ্যামাজন ও নেটফ্লিক্স অত্যধিক মাত্রায় জনপ্রিয়।
অবশ্য এটা জাস্ট শুরু হয়েছে এখন।
আরও জানো : ইন্টারনেট -এ যা আমাদের একদমই করা উচিত নয় !
আশা করছি এই সমস্যা ভবিষ্যতে ফ্লিপকার্ট কাটিয়ে উঠতে পারবে।
এবার দেখা যাক প্রতিদ্বন্দ্বী নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হটস্টার থেকে ফ্লিপকার্ট এর এই বিনামূল্যে ভিডিও স্ট্রিমিং সার্ভিস কতটা জনপ্রিয় হয়ে ওঠে জেনারেশন জেড এর মধ্যে!
বিস্তারিত জেনে নাও ভিডিও তে !
[embedyt] https://www.youtube.com/watch?v=cm_Qy12C2Cw[/embedyt]সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !