• Home
  • Social Media

কিভাবে আপনার WhatsApp-কে নিরাপদ রাখবেন ? অবশ্যই জেনে নিন !

2014 সালে Facebook 13,46,53,00,00,000.00 টাকা দিয়ে কিনে নিয়ে ছিল WhatsApp কে। সেই সময় এত বেশি দাম দিয়ে কেনাটা সকলে বোকামি ভাবলেও এখন আর তাদের সন্দেহ মাত্র নেই।

প্রত্যেক দিন গড়ে 45 কোটি মানুষ WhatsApp ব্যবহার করেন। পৃথিবীর মানুষ প্রত্যেকদিন গড়ে কয়েক ঘন্টা করে সময় কাটায় WhatsApp-এ । হয় তাদের প্রিয়জনের সাথে চ্যাট করে অথবা Voice Call অথবা ভিডিও কলের মাধ্যমে কথা বলে।

আর এই সংখ্যা বেড়ে চলেছে লাফিয়ে লাফিয়ে। 

অথচ এই Application ব্যবহার করতে গিয়ে আমরা নূন্যতম সাবধানতা নিই না। ফলস্বরূপ সমস্যায় পড়তে হয় আমাদের।

এই ব্যাপারে নবতম সংযোজন হল মোমো গেম। নিচের টিপস গুলো মেনে চললে আপনি মোমো গেম সহ সকল বিপদ থেকেই নিজেকে বাঁচাতে পারবেন।

আরও পড়ুন : পরস্পর দশ বার এলার্ম দিয়েও ঘুম ভাঙছেনা ? শুভ কাজে দেরী হবার দিন শেষ !

তাই এত গুরুত্বপূর্ণ Application ব্যবহারেও আমাদের কিছু সাবধানতা অবলম্বন করা তা অত্যন্ত জরুরি।

নিচের এই টিপ্সগুলি মেনে চললে আপনার Whatsapp অবশ্যই নিরাপদ থাকবে ও ভবিষ্যতেও আপনাকে কোন সমস্যায় পড়তে হবেনা।

[bctt tweet=”কিভাবে আপনার WhatsApp কে নিরাপদ রাখবেন ? অবশ্যই জেনে নিন ! ” username=”shresthoblog”]

অজানা লিংকে ক্লিক করবেন না :

WhatsApp এর সব থেকে বড় সমস্যা হল প্রতিনিয়ত অসংখ্য লিংক পাঠানো হয় এতে।

কখনও বলা হয় ওই লিংকে গেলে লটারি পাবেন আবার কখনও বলা হয় আপনার ফোনে রিচার্জ হয়ে যাবে। আদতে এগুলি সবই মিথ্যা।

বিনামূল্যে, সুচতুর ভাবে নিজেদের কার্যসিদ্ধির জন্যই এমন মেসেজ ছড়ানো হয়।

এই লিংকে গেলে আপনার ফোন হ্যাক করাও হয়ে যেতে পারে।

অচেনা গ্রুপে যোগ দেবেন না :

দিন দিন WhatsApp গ্রুপের সংখ্যাও বেড়ে চলেছে লাফিয়ে লাফিয়ে। এবং সেই সকল গ্রুপের অপ্রয়োজনীয় মেসেজ ও মিডিয়ার ফলে আপনার সাধের মোবাইল ফোন ও আপনার একান্ত আপন মন দুইয়েরই ক্ষতি করতে পারে সাংঘাতিক।

WhatsApp গ্রুপে অকারণ গুজব ছড়ানোর ফলে আইনি জটিলতা তেও ভুগতে হয়েছে এমন দৃষ্টান্তও বিরল নয়।

তাই অপ্রয়োজনীয়, অচেনা-অজানা গ্রুপে যোগ দেবেন না।

WhatsApp এর সেটিংস পরিবর্তন করুন :

WhatsApp এর কিছু অসাধারণ সেটিংস আছে যেগুলি সম্পর্কে আমরা অনেকেই প্রায় কিছুই জানিনা। এই সেটিংস গুলি সামান্য পরিবর্তন করলে আপনি অনেকটাই নিরাপদ থাকবেন।

এর জন্য প্রথমেই WhatsApp এর Settings এ যান। সেখান থেকে যান Account এ । সেখান থেকে Privacy তে ( উপরের ছবি গুলি দেখুন) ।

সেখানে Profile Photo ও About- এই দুটি অপশনকেই চেঞ্জ করতে হবে। এগুলিকে করে দিন My Contacts ।

অর্থাৎ আপনার ফোনে আপনি যাদের নাম্বার Save করবেন শুধুমাত্র তারাই আপনার প্রোফাইল পিকচার ও আপনার About সেকশন দেখতে পাবেন।

যা এক দারুন ব্যাপার।

মনে রাখবেন :

WhatsApp এ আমরা যা দেখি, শুনি বা পড়ি তা সবই যে সত্যি তা মনে করার প্রয়োজন নেই। ভারত-বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও WhatsApp এর গুজবের ফলে দাঙ্গা হাঙ্গামা বেঁধেছে এমন দৃষ্টান্ত বিরল নয়। তাই WhatsApp এ যা দেখবেন তা সত্যি ভেবে না নিয়ে ঠান্ডা মাথায় ভাবুন, ভালো করে খোঁজখবর নিন।

এই বিষয়ে WhatsApp ও অনেক প্রচার চালায় !

তাই সজাগ থাকুন, অকারণ গুজব বা অপপ্রচার চালানো থেকে নিজেকে বিরত রাখুন এবং এক দ্বায়িত্বশীল নাগরিক হয়ে উঠুন।

WhatsApp Application টিকে Lock করে রাখুন :

এখন আপনার ফোনের যেকোনো এপ্লিকেশনকেই লক করে রাখা খুবই সহজ। WhatsApp এপ্লিকেশন টিকেও অবশ্যই লক করে রাখুন। শুধুমাত্র একটি বারকোড স্ক্যান করেই আপনার WhatsApp এর যাবতীয় তথ্য চোখের নিমেষে হাতিয়ে নেয়া যায়। এই বিষয়ে সতর্ক থাকুন। WhatsApp কে পাওয়ারফুল পাসওয়ার্ড বা আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে লক করে রাখুন।

এর ফলে যে কেউ যখন তখন আপনার পার্সোনাল ইনফরমেশন একসেস করতে পারবেন না।

আরও পড়ুন : Atm Card স্কিমিং কি ? কিভাবে আপনার ATM কার্ডকে নিরাপদ রাখবেন ? অবশ্যই জেনে নিন !

WhatsApp Web ব্যবহার করে Log Out করতে ভুলবেন না :

এর আগে আমরা শিখিয়েছি কিভাবে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে WhatsApp ব্যবহার করতে পারবেন

তা করার পর সেখানে WhatsApp টিকে অবশ্যই Log out করুন ।

সর্বোপরি মোমো গেম :

যদিও বলা হচ্ছে মোমো গেমে আপনার মোবাইল হ্যাক করে নেওয়া হয় কিন্তু এটি পুরোপুরিই মিথ্যা।

যতক্ষন না আপনি আপনার মোবাইলে কোনো লিঙ্কে ক্লিক করছেন বা তাদেরকে আপনার পার্সোনাল ইনফরমেশন একসেস করতে দিচ্ছেন ততক্ষণ কোনো মতেই আপনার মোবাইলে হ্যাক করা সম্ভব নয়।

উপরের সমস্ত টিপসগুলো মেনে চললে আপনি নিশ্চিন্তে মোমো গেম থেকে নিজেকে বাঁচাতে পারবেন।

আর এখন এটা প্রমাণিত যে মোমো গেম নিছকই একটা গুজব ও আপনার বন্ধুরাই নানান App ব্যবহার করে আপনার সাথে মজা করছে।

তবুও যদি আপনি মোমো র থেকে কোনো মেসেজ পান তাহলে তৎক্ষণাৎ সেই নং টিকে ব্লক করেদিন ও আপনার নিকটবর্তী থানায় বিষয়টি অবশ্যই জানান।

আরও পড়ুন : Online Shopping করার সময় কোন কোন বিষয়গুলি আপনাকে ঠকে যাওয়া থেকে বাঁচাবে অবশ্যই জেনে নিন !

 

কেমন লাগলো এই পোস্ট তা নীচে Comment করে আমাদের অবশ্যই জানাবেন !

Post টিকে Share করতে ভুলবেন না !

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook, Twitter Instagram -এতে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !

Click Here to Leave a Comment Below 2 comments
Aditi Nandi - September 3, 2018

Good information

Reply
    admin - September 6, 2018

    Thank You Aditi Nandi 🙂

    Reply

Leave a Reply:

error: Content is protected !!