• Home
  • Mobile Applications

পরস্পর দশ বার এলার্ম দিয়েও ঘুম ভাঙছেনা ? শুভ কাজে দেরী হবার দিন শেষ !

সঠিক সময়ে ঘুম ভাঙা নিয়ে হয়তো সকলের মতোই আপনিও চেষ্টার কোনো ত্রুটি রাখেন না। পরস্পর দশবার পর্যন্ত হয়তো এলার্ম দেন। আশা রাখেন এই দশ বাড়ে আপনার ঘুম ভাঙবে নিশ্চিত।

কিন্তু হায় !

এলার্ম বাজলেই বিরক্তিতে আপনি সব এলার্ম গুলিই বন্ধ করে দেন। ফলে ত্যাগ করতে পারেন না আপনার বিছানা ও কোল বালিশের মায়া !

এর ফল যা হবার তাইই হয়। বিঘ্ন ঘটে আপনার গুরুত্বপূর্ণ কাজে।

[bctt tweet=”পরস্পর দশ বার এলার্ম দিয়েও ঘুম ভাঙছেনা ? এই এলার্ম Application টি ইনস্টল করে নিন ! ” username=”shresthoblog”]

অনেকের মতো এটাই যদি আপনারও দুঃখের কাহিনী হয় তাহলে দুঃখের দিন শেষ।

শুধু এই Application টি Install করে নিন । 

এর নাম Alarmy (Sleep If U Can) – Mission Alarm Clock App !

সঠিক সময়ে ঘুম থেকে উঠতে সমস্যায় পড়তে হয় ? দেরিতে ঘুম ভাঙার জন্য গুরুত্বপূর্ণ কাজ মিস করে ফেলেন ? ঠিক সময়ে অফিসে পৌঁছাতে পারেন না ? আপনার দুঃখের দিন শেষ !

Install করার জন্য এখানে ক্লিক করুন !

বিস্তারিত দেখেনিতে পারেন আমাদের ভিডিও তে :

[embedyt] https://www.youtube.com/watch?v=2M25eSFIsZY[/embedyt]

কিভাবে ব্যবহার করবেন ?

Install করার পর প্রথমেই Application টি খুলে নিন ।

খুলেই দেখবেন 1 নং ছবির মতো একটি পেজ খুলবে। সেখানে I’d love to find out অপশন টায় গিয়ে আপনি দেখতে পাবেন কোন এলার্ম পদ্ধতি টি আপনার জন্য উপযুক্ত।

এখনই এই অপশনটি বাদ দিন। এই বিষয় নিয়ে পড়ে আলোচনায় আসছি।

এর পরে Not Interested Option তাই ক্লিক করুন।

আরও পড়ুন : Clash of Clans সম্পর্কে অবাক করা তথ্য গুলো জানেন কি ?

সময় সেট করার জন্য যেকোনো এক সময়ে ক্লিক করুন (2 নং ছবি) ।

তাহলেই 3নং পেজটি (নীচে ছবি ) খুলবে ।

এখানে আপনি আপনার পছন্দমতো আলার্মের সময় সেট করতে পারবেন।

সেটা কে আপনার পছন্দমতো Customize ও করতে পারবেন ।

তা করার জন্য যেকোনো এক সময়ে ক্লিক করুন ।

এর পরে আসা যাক এই Application এর সব থেকে গুরুত্বপূর্ণ  অংশে।

সেটি হলো এই পেজেরই সব থেকে উপরের অংশ – Alarm off method !

এবার সেখানে ক্লিক করুন।

এই Application-এ এলার্ম অফ করার জন্য পাঁচটি পদ্ধতি আছে (4নং) :

  • সবের প্রথমটি Default মেথড। অর্থাৎ সাধারণ ভাবে আপনি যেমন কলারম অফ করেন সেভাবে করতে হবে।

 

  • দ্বিতীয় টি হল Take এ Picture মেথড। অর্থাৎ এলার্ম সেট করার সময় আপনি একটি নির্দিষ্ট ছবি তুলবেন এবং এলার্ম বন্ধ করার জন্য সেই নির্দিষ্ট ছবিটি ঠিক যেমন ভাবে তুলেছিলেন তেমন ভাবেই তুলতে হবে। অন্যথায় আপনার কলারম বন্ধ হবেনা !

অর্থাৎ , আপনি এলার্ম সেট করার সময় বাথরুমের কোনো জিনিসের ছবি যদি সেটা করে রাখেন তাহলে আপনাকে বিছানা ছেড়ে উঠে সেই ছবিটিকেই আবার তুলতে হবে এলার্ম বন্ধ করার জন্য ।

এর ফলে যে হাঁটা চলা হবে তাতেই আপনার ঘুম ভেঙ্গে যাবে !

এটাই হলো এই আলার্মের সবথেকে কার্যকরী পদ্ধতি !

 

  • এর পরের পদ্ধতিটা হল Shake করা।

অর্থাৎ এলার্ম বন্ধ করার জন্য আপনার ফোনটিকে নির্দিষ্ট পরিমান সময় নাড়াতে বা ঝাঁকাতে হবে।

কতবার ঝাঁকালে আপনার এলার্ম বন্ধ হবে তা আপনি এলার্ম সেট করার সময়ই ঠিক করে রাখতে পারবেন। এই সংখ্যাটি আপনি 5 থেকে 995 বারের মধ্যে রাখতে পারবেন।

অর্থাৎ আপনি যদি 50 সেটা করে রাখেন , তাহলে এলার্ম বাজলে 50 বার ফোনটিকে ঝাঁকুনি দিলে তবেই আপনার এলার্ম বন্ধ হবে।

আর ততক্ষনে আপনার ঘুমও কেটে যাবে !

এই পদ্ধতিটি হল আমার সব থেকে প্রিয়।

 

  • এর পরের পদ্ধতিটি  হল Math Problems। অর্থাৎ, এলার্ম বন্ধ করার জন্য আপনাকে ছোট ছোট অঙ্ক করতে হবে। সঠিক উত্তর দিতে পারলে তবেই এলার্ম বন্ধ হবে।

কত গুলো অঙ্ক করতে হবে এবং সেই অঙ্ক গুলো কতটা কঠিন হবে তা আপনি এখানেই সেট করে দিতে পারবেন ।

আপনি 1 থেকে 198 টি পর্যন্ত অঙ্কের সংখ্যা সেট করে রাখতে পারবেন । অর্থাৎ আপনি যদি তিনটি সেট করে রাখেন তবে পরস্পর তিনটি অঙ্ক সঠিক ভাবে করতে পারলে তবেই এলার্ম বন্ধ হবে !

আপনি অঙ্কের ডিফিকালটি লেভেল ও নির্দিষ্ট করে রাখতে পারবেন । যার উপর নির্ভর করে আপনাকে খুব সহজ অথবা খুব কঠিন অঙ্ক করতে দেওয়া হবে !

আপনার ঘুম যদি খুবই গভীর হয় তাহলে আপনি এই পদ্ধতি টি ব্যবহার করতে পারেন !

কাজে দেবে নিশ্চিত ! 😊

 

  • সব শেষের পদ্ধতিটি হল Barcode/ QR Code স্ক্যান পদ্ধতি। অর্থাৎ আগে থেকে এখানে আপনাকে কোনো বারকোড অথবা qr code স্ক্যান করে রাখতে হবে।

এলার্ম বন্ধ করার জন্য পুনরায় সেই Barcode অথবা QR Code টিকে স্ক্যান করতে হবে। নচেৎ এলার্ম বন্ধ হবেনা !

সাবস্ক্রাইব করুন, শ্রেষ্ঠ থাকুন

এখানে আপনার পছন্দ মত অপশন বেছে নেওয়ার পর নীচে OK অপশন (4 নং ছবি) টাই ক্লিক করুন।

এই পেজে আপনার পছন্দ মত অপশন বেছে নেবার পর যে ক্লিক করলে 5নং এর মত পেজ খুলবে। সেখানে আপনাকে প্রয়োজনীয় পারমিশন দিতে হবে।

তা দেওয়া হয়ে গেল OK তে ক্লিক করুন।

ব্যাস, আপনি এবার সঠিক সময়ে ঘুম থেকে উঠবেন !

আরও পড়ুন : ইন্টারনেট স্পীড ভালো হওয়ার সত্ত্বেও Wifi স্পীড পাচ্ছেন না ? এই এই কাজ গুলো করুন !

কেমন লাগলো এই পোস্ট তা নীচে Comment করে আমাদের অবশ্যই জানাবেন !

Post টিকে Share করতে ভুলবেন না !

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook, Twitter Instagram -এতে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !

 

 

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!