Fortnite -এবার রেডমির স্মার্টফোনে !
অন্যান্য সকলের মত আপনি যদি পাবজি গেম খেলতে খুব ভালো ভালবাসেন এবং আপনি রিসেন্টলি একটি Redmi Note 7 Pro কিনেছেন আর উপভোগ করছেন এই গেমটি কে তাহলে আপনার জন্য আরো একটি সুখবর অপেক্ষা করে রয়েছে ।
Table of Contents
Fortnite হল পাবজির মতই একটি ব্যাটেল রয়েল গেম। বাইরের দেশগুলোতে এর জনপ্রিয়তা তুঙ্গে। পাবজির সাথে রীতিমতো টেক্কা দেয় এই গেমটি। যদিও এই দুটো গেম এর মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে। এদের মধ্যে সাদৃশ্য বেশি এবং এর জনপ্রিয়তাও পাবজি তুলনায় কম নয়।
যারা পাবজি থেকে একটু বিরতি নিয়ে পাবজির মতোই অন্য গেমে হাত পাকাতে চান, তাদের জন্যও আসছে সুখবর।
[bctt tweet=”FortNite -এবার রেডমির স্মার্টফোনে !” username=”shresthoblog”]রিসেন্টলি ভারতের বাজারে লঞ্চ হয়েছে Realme 3 এবং তারা শুরু থেকেই সাপোর্ট দিচ্ছে Fortnite গেমের।
Fortnite -এবার রেডমির স্মার্টফোনে !
তাই সবাই ট্রল করতে শুরু করে রেডমিকে।
তার উত্তরে মানু কুমার জেইন, XiaomiIndia-র MD, টুইট করেন এবং একটি সমীক্ষা চালান।
তাতে তিনি জিজ্ঞাসা করেন ভারতের বাজারে কতজন Redmi Note 7 Pro -তে FortNite খেলতে চান।
SD 675 is a new chip & isn't available in USA (Fortnite's primary market) yet. Hence, unlike some old processors, it hasn't been whitelisted.
Read more: https://t.co/rKb4luUZ1C
Do u want Fortnite? If yes, we'll work w/ @Qualcomm to get it certified.
— Manu Kumar Jain (@manukumarjain) April 18, 2019
সেই সমীক্ষায় বেশিরভাগ অংশগ্রহণকারি জানান যে তারা অবশ্যই উপভোগ করতে চান। সেইজন্য তিনি আশ্বাস দেন যে হ্যাঁ তারা অবশ্যই Qualcom ও EpicGames সাথে কাজ করবেন এটা সার্টিফাইড করার জন্য।
https://twitter.com/manukumarjain/status/1118849893437718528
এ বিষয়ে তারা আরো জানান কোয়ালকম স্ন্যাপড্রাগন 625 অপেক্ষাকৃত নতুন একটি চিপসেট।
এটা এখনো USA -তে লঞ্চ করা হয়নি।
USA ফর্টনাইট এর মেন মার্কেট ধরা হয়।
আরও পড়ুন : কীভাবে আপনার স্মার্টফোনটিকে অত্যধিক গরম হওয়া থেকে বাঁচাবেন ?
তাই যারা নির্মাণকর্তা অর্থাৎ EpicGames এখনো এই স্নাপড্রাগণ 675 কে ভালো রকম ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে উঠতে পারেননি।
সেজন্য তারা এখনো Fortnite গেমের পারমিশন পাননি।
সাবস্ক্রাইব করুন, শ্রেষ্ঠ থাকুন
যারা জানেন না তাদেরকে বলে রাখি, Fortnite হল পাবজির মতই একটি ব্যাটেল রয়েল গেম।
বাইরের দেশগুলোতে এর জনপ্রিয়তা তুঙ্গে। পাবজির সাথে রীতিমতো টেক্কা দেয় এই গেমটি।
যদিও এই দুটো গেম এর মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে।
এদের মধ্যে সাদৃশ্য বেশি এবং এর জনপ্রিয়তাও পাবজি তুলনায় কম নয়।
দেখেনিন আজকের অসাধারণ সব শ্রেষ্ঠ ডিলস
এখনো এটা জানা যায়নি ঠিক কতটা সময় লাগবে Redmi Note 7 Pro -তে Fortnite গেমটি সাপোর্ট করার জন্য। তবে এটা নিশ্চিত তারা সব রকমের পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন এবং খুব দ্রুতই এই বিষয়ে সুখবর পাওয়া যাবে।
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !