• Home
  • TechMate

এবার ভারত তৈরি করবে তাদের নিজস্ব স্পেস স্টেশন !

মহাকাশ অভিযানে একের পর এক সাফল্যের পর ইসরোর তরফ থেকে এলো এবার সবথেকে চমকপ্রদ খবর ! এবার মহাকাশে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এর মতো আর এক স্পেস স্টেশন তৈরি করতে ইচ্ছুক ভারত ! 

এটি হবে একদমই আমাদের নিজস্ব।

যেখানে হবে নানান বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা !

স্পেস স্টেশন

ইসরোর চেয়ারম্যান কে. সিবান সদ্য সদ্য নতুন দিল্লিতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা !

আরও পড়ুন : কীভাবে আপনার স্মার্টফোনটিকে অত্যধিক গরম হওয়া থেকে বাঁচাবেন ?

এবার ভারত তৈরি করবে তাদের নিজস্ব স্পেস স্টেশন !

তিনি জানান এই দেশীয় মহাকাশ বিস্ময় তৈরির এই প্রজেক্টটি হবে গগনযান অর্থাৎ মহাকাশে মানব পাঠানোর পরবর্তী মিশন।

[bctt tweet=”এবার ভারত তৈরি করবে তাদের নিজস্ব স্পেস স্টেশন !” username=”shresthoblog”] 

তিনি বলেন ” আমরা প্লান করছি আমাদের নিজস্ব স্পেস স্টেশন তৈরির ব্যাপারে। আমরা চাইনা এটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের অংশ হোক, সেইজন্যই আমরা এটি তৈরি করতে চায়। “

স্পেস স্টেশন

” যদিও আমাদের মহাকাশ স্টেশন, যেটাকে আগামী 5 থেকে 7 বছরের মধ্যে তৈরি করা হবে, আকারে খুব বিশালাকৃতির হবে না। এর ওজন হবে 20 টন এবং এটি নানান বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় ও নানান মাইক্রো গ্রাভিটি টেস্টের জন্য কাজে দেবে “, তিনি বলেন ।

তবে এই প্রজেক্টের কাজ শুরু হবে গগনযান মিশন সফল হবার পরে।

আরও পড়ুন : কীভাবে স্টেডিয়ামে বসেই সরাসরি ইসরোর রকেট লঞ্চ দেখতে পারবেন ?

তবে এখানে কোনো মহাকাশচারীকে পাঠানো হবে কিনা জিজ্ঞাসা করলে তিনি বলেন যে এটাতে প্রয়োজনে মহাকাশচারীরা গিয়ে 15থেকে 20 দিন পর্যন্ত কাটিয়ে আসতে পারবেন ! 

 

সাবস্ক্রাইব করুন, শ্রেষ্ঠ থাকুন

গগনযান মিশনের পরেই এই মিশন সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান। 

নিঃস্বন্দেহে এটি একটি বিশাল পদক্ষেপ।

এই মিশনের সফলতা কামনায় ইসরোকে জানায় অগ্রিম শুভেচ্ছা ! 

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!