গুগল অ্যাসিস্ট্যান্ট এ যোগ হচ্ছে অসাধারণ এই ফিচার !
এবার গুগল অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসতে চলেছে নতুন এক ফিচার। যেটা অনেকটাই সুবিধা দেবে তার কি ফিচার যোগ হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট এ ?ইউজারদের । সদ্য সদ্য গুগল এই ব্যাপারটি ঘোষণা করেছে !
কি ফিচার যোগ হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট এ ?
এই ব্যাপারটি গুগল জানিয়ে একটি ভিডিও রিলিজ করেছে । গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাড করছে যে ফিচারটি সেটির সাহায্যে আপনি খুব সহজেই গুগল অ্যাসিস্ট্যান্ট কে যে কোন আর্টিকেল পড়ে শোনাতে বলতে পারবেন ।
এবং সেই অনুযায়ী গুগল অ্যাসিস্ট্যান্ট আপনাকে পড়ে শোনাবে আপনারই পছন্দের সেই আর্টিকেলটি।
ইউজারদের মধ্যে খুবই জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে এই নতুন ফিচারটি । এমনকি এটি ব্যবহার করাও খুব সহজ !
আরও জানো : দীর্ঘক্ষণ স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করো ? তাহলে অবশ্যই চোখের যত্ন নাও এইভাবে !
প্রথমে যে ওয়েব পেজের যে আর্টিকেলটি আপনি পড়াতে চান গুগল অ্যাসিস্ট্যান্ট কে দিয়ে তার ওয়েব পেজে চলে যান !
তারপর সেই পেজে গিয়ে গুগল অ্যাসিস্ট্যান্ট কে লঞ্চ করতে হবে এবং তারপর তাকে বলতে হবে ‘ read it ‘ বা বলতে হবে ‘ ok google read it ‘ অর্থাৎ পড়ার ইন্সট্রাকশন দিতে হবে তাকে ।
তাহলেই হবে । গুগল অ্যাসিস্ট্যান্ট আপনাকে সম্পূর্ণ ভাবে পড়ে শোনাবে সেই আর্টিকেলটি !
তবে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি এখানে কতগুলো ভাষায় গুগল পড়ে শোনাতে পারবে ।
তবে হিন্দি, ইংরেজি, জার্মান, স্প্যানিশ এই ভাষাগুলোতে থাকবে নিশ্চিত করছে গুগল অ্যাসিস্ট্যান্ট তাদের ব্লগ পোস্ট ।
পরে পরে হয়তো বাকি ভাষা গুলোও যোগ করা হবে।
আপনি এই বিষয়ে আরও জানতে নিচের ভিডিওটি কে অবশ্যই দেখে নিন ।
[embedyt] https://www.youtube.com/watch?v=psEX5jPkYiw[/embedyt]
সাবস্ক্রাইব করুন , শ্রেষ্ঠ থাকুন
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন !