• Home
  • Shrestho Tutorials

পেয়ে যান আপনার পছন্দের সমস্ত বই, সম্পূর্ণ বিনামূল্যে !

যারা নানান রকমের বই পড়তে ভালোবাসেন তাদের কাছে প্রিয় বই গুলির দাম চিন্তার কারণ হয়ে যায়।

এর মত বইগুলি আমাজন বা কোনো অনলাইন স্টোরে কিনতে গেলে মোটা রকমের খরচও হয়ে যায়।

আপনি যদি স্টুডেন্ট হন তাহলে তো চিন্তার কারণ আরও বেশি হয়ে যায়। পড়াশোনা সামলে আপনার পছেনদের বই কেনা দুঃসাধ্য হয়ে যায়।

স্টুডেন্ট ছাড়াও সকলেরই সমস্ত খরচ খরচ সামলে উঠে আপনার পছন্দের বই কেনাটা অনেক সময়ই কষ্টসাধ্য হয়ে পরে।

Table of Contents

আপনি যদি স্টুডেন্ট হন তাহলে তো চিন্তার কারণ আরও বেশি হয়ে যায়। পড়াশোনা সামলে আপনার পছেনদের বই কেনা দুঃসাধ্য হয়ে যায়। স্টুডেন্ট ছাড়াও সকলেরই সমস্ত খরচ খরচ সামলে উঠে আপনার পছন্দের বই কেনাটা অনেক সময়ই কষ্টসাধ্য হয়ে পরে।

আপনার অবস্থা যদি এমন হয় বা আপনি যদি বিনামূল্যে আপনার প্রিয় বইয়ের আনন্দ লাভ করতে চান তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন।

[bctt tweet=”কিভাবে পাবেন আপনার পছন্দের বই সম্পূর্ণ বিনামূল্যে ?” username=”shresthoblog”]

আরও পড়ুন : পুরানো হোক বা নতুন, কি করে বুঝবেন আপনার ফোন আসল না ডুপ্লিকেট ?

আজ আপনাদের জন্য এমন দুটি ট্রিক্স এনেছি যার সাহায্যে আপনার প্রিয় বইয়ের আনন্দ লাভ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।

কিভাবে পাবেন আপনার পছন্দের বই সম্পূর্ণ বিনামূল্যে ?

আপনার প্রিয় বই গুলি পাওয়ার জন্য আমরা আজ দুটি ট্রিক্স আপনাদের জানাবো।

আপনার প্রিয় বই গুলি বিনামূল্যে পাওয়ার জন্য সর্বপ্রথম যে ট্রিক্সের কথা আপনাদের বলবো সেটি হল একটি Mobile Application !

এর নাম AnyBooks !

এই এপ্লিকেশনটিকে ডাউনলোড করার জন্য প্রথমেই এখানে ক্লিক করুন।

Install করা হয়েগেলে এপ্লিকেশন টিকে Open করুন ও Search অপশন টিতে ক্লিক করুন।

সেখানে আপনার প্রিয় বই টির নাম লিখে সার্চ করুন।

তাদের স্টোরে বইটি থাকলে Search Result এ বইটিকে দেখাবে। সেটাতে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করেদিন।

ব্যাস। বইটি আপনার এপ্লিকেশনে Download হয়ে থাকবে ও আপনি চাইলেই সেটিকে অফলাইনেও একসেস করে পড়তে পারবেন।

এই এপ্লিকেশনে আপনি The Monk Who Sold His FerrariThe Subtle Art of Not Giving a F*ckWings of Fire: An Autobiography of Abdul Kalam -এর মত অসাধারণ বইগুলি ও চেতন ভগতের প্রায় সকল বই পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

কোনো বই যদি তাদের Store-এ না থাকে তাহলে আপনি Request A Book -এ গিয়ে সেই বইটাকে তাদের স্টোরে রাখার জন্য Request ও করতে পারবেন।

সাধারণত সেই বইটাকে এড করার জন্য তারা বেশ কয়েকদিন সময় নেয়।

বই সম্পূর্ণ বিনামূল্যে পেতে দ্বিতীয় যে ট্রিক্স এর কথা বলবো সেটাতে অতি সহজেই অনেক বিখ্যাত বিখ্যাত বই, বেস্ট সেলার, বা আপনার পছন্দের কোনো বই পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

দ্বিতীয় যে ট্রিক্স তার কথা বলবো সেটাতে অতি সহজেই অনেক বিখ্যাত বিখ্যাত বই, বেস্ট সেলার, বা আপনার পছন্দের কোনো বই পেয়ে যাবেন। 

তবে পেপার ব্যাক হিসাবে নয়। বইগুলো পাবেন অডিও বুক হিসাবে।

তা পাবার আগেই নিচের পদ্ধতি টি ভালো করে খুঁটিয়ে পড়ে নিন !

সেটা পেতে আপনাকে যেতে হবে এখানে

এখানে যাবার পর ক্রিয়েট করুন আপনার ফ্রি আকাউন্ট ব্যাস তাহলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের দুটি বইয়ের অডিও ভার্সন।

সবার আগে বলে রাখি Audible আমাজনেরই এক কম্পানি। আমাজনের নাম এখন কারোরই অজানা নয়। তারা খুবই বিশ্বাসযোগ্য ও নামকরা এক কম্পানি। তাই এই অফারও সম্পূর্ণ জেনুইন। এই বিষয়ে চিন্তার কোনো কারণ নেই।

আপনি যদি আগে অডিওবুক ব্যবহার করে থাকেন তাহলে তো বুঝবেনই এই বই কত অসাধারণ লাগে শুনতে !

তাই আপনার পছন্দের কোনো বই, তা যত দামিই হোকনা কেন, তার যদি অডিওবুক ভার্সন থাকে তাহলে আপনি সেটা পেয়েযাবেন সম্পূর্ণ বিনামূল্যে

একাউন্ট তৈরি করার আগে একটি বিশেষ ট্রিক অবশ্যই জেনে নিন। এ আকাউন্ট তৈরি করতে গেলে আপনাকে আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড যোগ করতে হবে তার সাথে। তবে তার জন্য কোনো টাকা হবেনা আপনার থেকে। আপনার পছন্দের দুটি অডিওবুক ডাউনলোড করে নেওয়ার পর একমাসের মধ্যে যখনই হোক আপনি আপনার মেম্বারশিপ ক্যানসেল করে দিতে পারবেন। কোনো অসুবিধাই নেই !

মেম্বারশিপ ক্যানসেল করে দেবার পর ও আপনি আপনার পছন্দের ডাউনলোড করা বইটি একসেস করতে পারবেন।

আপনি চাইলে আপনার পছন্দের দুটি অডিওবুক ডাউনলোড করে নিয়েই আপনার মেম্বারশিপ ক্যানসেল করে দিন ও আপনার ডাউনলোড করা অডিওবুকগুলির মজা উপভোগ করুন।

আপনার মনে এই প্রশ্ন গুলি থাকলে তার উত্তর জেনেনিন :

কেন আমাজন অডিওবুক বিনামূল্যে দিচ্ছে :

এই প্রশ্নটা সবার মনেই আসতে পারে। কেন? এতে তাদের লাভ টাই বা কি হচ্ছে !?

আমাজন দুটি দামি অডিওবুক আপনাদের দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে কারণ তারা চায় তাদের কাস্টমাররা আগে দেখুক অডিওবুক কত অসাধারণ। তারা চায় আপনি যদি তাদের সার্ভিস পছন্দ করেন তবেই যেন ব্যবহার করেন। এইভাবেই তারা তাদের সার্ভিসকে জনপ্রিয় করে তুলতে চায়!

কিভাবে মেম্বারশিপ ক্যানসেল করবেন ?

আপনার পছন্দের অডিওবুক ডাউনলোড হয়ে গেলে সিম্পলি আপনি আপনার মোবাইল বা ডেস্কটপ থেকে আপনার একাউন্ট এ গিয়ে মেম্বারশিপ অপশনে গিয়ে ক্যানসেল মেম্বারশিপ করলেই হবে।

আরও পড়ুন : কিভাবে কোনো মোবাইল নম্বর Save না করেই তাকে WhatsApp মেসেজ পাঠাবেন ? অবশ্যই জেনে নিন !

আমাজন কোনো টাকা কাটবেনা তো ?

এই ভয়টা সবার মনেই থাকে !

না, আপনি আপনার একাউন্ট তৈরি করার এক মাসের মধ্যে যেকোনো সময় আপনার মেম্বারশিপ ক্যানসেল করে দিতে পারবেন। আপনি চাইলে আপনার পছন্দের দুটো বই ডাউনলোড করেই ক্যানসেল করে দিন।

কিন্তু এক মাসের মধ্যে ক্যানসেল না করলে তারা ট্রায়াল পিরিয়ড শেষ হলেই টাকা কাটবে।

তাই সব থেকে ভালো হয় আপনি যদি আপনার পছন্দের দুটি বই ডাউনলোড করেই মেম্বারশিপ ক্যানসেল করে দেন!

আমাজনও এটাই বলে: Cancel Anytime ! ☺️

কিভাবে অডিওবুক ব্যবহার করবেন ?

আপনার একাউন্ট তৈরি করার পর সব থেকে ভালো অপশন হলো অডিওবুক এপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেওয়া !

ডাউনলোড করে নেওয়ার পর Sign In করে নিন!

আর আপনার পছন্দের বইটি ডাউনলোড করে নিয়ে উপভোগ করুন !

কোনো সমস্যা হলে নীচে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ।

সাবস্ক্রাইব করুন, শ্রেষ্ঠ থাকুন !

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন !

Click Here to Leave a Comment Below 2 comments
Aditi Nandi - October 26, 2018

Wow… Its very helpful for me

Reply
    admin - November 8, 2018

    Thank You Aditi 🙂

    Reply

Leave a Reply:

error: Content is protected !!