এবার মঙ্গল গ্রহে পাঠাতে পারবে তোমার নাম ! তাড়াতাড়ি করো !
মঙ্গল গ্রহ নিয়ে চিরকালই আমাদের বিস্ময়ের শেষ নেই !
তোমার যদি কখনও পৃথিবী ছাড়িয়ে অন্যান্য গ্রহে বেড়ানোর কথা মনে লুকিয়ে থাকে তাহলে তোমার জন্যও সুখবর।
সেই আশা কিছুটা হলেও পূর্ণ হতে চলেছে মঙ্গল গ্রহের এই মিশনের মাধ্যমে !
এবার মঙ্গল গ্রহে পাঠাতে পারবে তোমার নাম ! তাড়াতাড়ি করো ! Click To Tweetচন্দ্রযান 2 উৎক্ষেপণের মধ্যে দিয়ে ইতিমধ্যেই ইসরো তাদের মুকুটে যোগ করেছে আরও এক পালক।
মিশনের সমস্ত কিছু ঠিক ভাবেই চলছে ।
তবে এরই মধ্যে নাসা নিয়ে চলে এসেছে আরও এক সুসংবাদ।
এবার তুমি চাইলেই তোমার নাম পাঠাতে পারবে মঙ্গল গ্রহে।
হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটা সত্যি।
বিশ্ববাসীর জন্য এই সুসংবাদ নিয়ে এসেছে নাসা।
কেন এই নাম পাঠানোর ব্যবস্থা ?
2020 সালে নাসা লঞ্চ করছে তাদের রোভার। সেই বছরের জুলাই এই লঞ্চ করা হবে সেটি। আর সব কিছু ঠিক থাকে চললে 2021 সালের ফেব্রুয়ারি মাসেই সেটি পদার্পন করবে মঙ্গল গ্রহে।
এই মিশনের মূল উদ্দেশ্যই হল, লাল গ্রহে প্রানের উপস্থিতি ও পরবর্তীকালে সেই গ্রহে মানব সভ্যতার বিকাশের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাওয়া।
আরও জানো : কীভাবে তোমার ল্যাপটপের যত্ন নেবে ?
এই রোভার মিশনই হল পরবর্তীকালে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর শুভ সূচনা।
আর এই মিশনের মাধ্যমেই সকলের আগ্রহ বাড়িয়ে তুলতে নাসা ঠিক করেছে নাম পাঠানোর এই ব্যবস্থার।
কীভাবে তোমার নাম মঙ্গল গ্রহে পাঠাবে ?
তোমার নাম পাঠানোর জন্য প্রথমেই ক্লিক করতে হবে নিচের দেওয়া লিংকে।
তারপর সেখানে যে ফর্ম আসবে সেটাতে তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, পোস্টাল কোড ও ইমেল আইডি দিয়ে Send My Name to Mars অপশনে ক্লিক করে দাও।
সমস্ত কিছু করা হয়ে গেলে Boarding Pass অপশনে গিয়ে তুমি তোমার বোর্ডিং পাস ও ডাউনলোড করে নিতে পারবে।
ব্যাস। এবার তোমার নামও চলে যাবে মঙ্গল গ্রহে।
মঙ্গল গ্রহে তোমার নাম পাঠানোর জন্য ক্লিক করো এখানে !
আরও জানো : International Space Station সম্পর্কে এই অবাক করা তথ্য গুলি জানো কি?
নিঃস্বন্দেহে ভবিষ্যৎ প্রজন্ম কে মহাকাশ সম্পর্কে আগ্রহী করে তুলতে এটি একটি খুব সুন্দর পদক্ষেপ।
সম্পূর্ণ বিষয়টি ভিডিওতে দেখো এখানে :
[embedyt] https://www.youtube.com/watch?v=PIKSu3byIu4[/embedyt]সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !