ভারতীয় বায়ুসেনা নিয়ে আসছে তাদের নিজস্ব মোবাইল গেম !
তুমি যদি মোবাইল গেম খেলতে ভালোবাসো, তাহলে তোমার জন্য সুখবর। কারণ এখনো পর্যন্ত এই প্রথম ভারতীয় বায়ুসেনা নিয়ে আসছে তাদের নিজস্ব মোবাইল গেম , যেটিকে লঞ্চ করা এই মাসের 31 তারিখ অর্থাৎ 31 শে জুলাই।
ভারতীয়বায়ুসেনা ইতিমধ্যে তাদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে মোবাইলগেম এর টিসার রিলিজ করে দিয়েছে এবং সেটি হয়ে গেছে ভাইরাল।
[bctt tweet=”ভারতীয় বায়ুসেনা নিয়ে আসছে তাদের নিজস্ব মোবাইল গেম !” username=”shresthoblog”]তারা জানাচ্ছে আপাতত মোবাইলগেম সিঙ্গেল প্লেয়ার ভার্শন রিলিজ করা হবে। iOS ও Android এই দুই প্লাটফর্ম এই পাওয়া যাবে এই গেম !
পরবর্তীকালে রিলিজ করা হবে এর মাল্টিপ্লেয়ার ভার্শন।
আরও জানো : YouTube Gears গাইড !
এখনও পর্যন্ত মোবাইল গেম যে টিসার রিলিজ করা হয়েছে শেখানে দেখা যাচ্ছে নানান ধরণের এয়ার ক্রাফট ও হেলিকপ্টার । প্লেয়ার
এখানে একজন যোদ্ধা হিসাবে কন্ট্রোল করতে পারবে এই ফাইটার প্লেন ও হেলিকপ্টার গুলিকে ও ধ্বংস করতে পারবে শত্রু পক্ষের শক্ত ঘাঁটি কে।
ও সব থেকে চমকপ্রদ ব্যাপার হচ্ছে এই টিসারে যে পাইলট কে দেখানো হচ্ছে তাঁকে সম্পূর্ণ রকম অভিনন্দন এর মত।
এই গেমের টিসার দেখে নাও এখানে :
https://twitter.com/IAF_MCC/status/1152439645252157440
আরও জানো : কীভাবে তোমার ল্যাপটপের যত্ন নেবে ?
নিঃসন্দেহে দেশের যুব সমাজের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলার জন্য এই গেম অগ্রণী ভূমিকা নেবে !
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !