ভারতীয় বায়ুসেনা নিয়ে আসছে তাদের নিজস্ব মোবাইল গেম !
তুমি যদি মোবাইল গেম খেলতে ভালোবাসো, তাহলে তোমার জন্য সুখবর। কারণ এখনো পর্যন্ত এই প্রথম ভারতীয় বায়ুসেনা নিয়ে আসছে তাদের নিজস্ব মোবাইল গেম , যেটিকে লঞ্চ করা এই মাসের 31 তারিখ অর্থাৎ 31 শে জুলাই।
ভারতীয়বায়ুসেনা ইতিমধ্যে তাদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে মোবাইলগেম এর টিসার রিলিজ করে দিয়েছে এবং সেটি হয়ে গেছে ভাইরাল।
ভারতীয় বায়ুসেনা নিয়ে আসছে তাদের নিজস্ব মোবাইল গেম ! Click To Tweetতারা জানাচ্ছে আপাতত মোবাইলগেম সিঙ্গেল প্লেয়ার ভার্শন রিলিজ করা হবে। iOS ও Android এই দুই প্লাটফর্ম এই পাওয়া যাবে এই গেম !
পরবর্তীকালে রিলিজ করা হবে এর মাল্টিপ্লেয়ার ভার্শন।
আরও জানো : YouTube Gears গাইড !
এখনও পর্যন্ত মোবাইল গেম যে টিসার রিলিজ করা হয়েছে শেখানে দেখা যাচ্ছে নানান ধরণের এয়ার ক্রাফট ও হেলিকপ্টার । প্লেয়ার
এখানে একজন যোদ্ধা হিসাবে কন্ট্রোল করতে পারবে এই ফাইটার প্লেন ও হেলিকপ্টার গুলিকে ও ধ্বংস করতে পারবে শত্রু পক্ষের শক্ত ঘাঁটি কে।
ও সব থেকে চমকপ্রদ ব্যাপার হচ্ছে এই টিসারে যে পাইলট কে দেখানো হচ্ছে তাঁকে সম্পূর্ণ রকম অভিনন্দন এর মত।
এই গেমের টিসার দেখে নাও এখানে :
https://twitter.com/IAF_MCC/status/1152439645252157440
আরও জানো : কীভাবে তোমার ল্যাপটপের যত্ন নেবে ?
নিঃসন্দেহে দেশের যুব সমাজের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলার জন্য এই গেম অগ্রণী ভূমিকা নেবে !
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !