Xaiomi করলো আর এক নতুন বিশ্ব রেকর্ড !
মাত্র কিছুদিন আগে বিশ্ব রেকর্ড করে আমাদের সকলকে চমকে দিয়েছিল Xaiomi কম্পানি। যেখানে তারা করে দেখিয়েছিল পৃথিবীর সব থেকে বড় Logo মোজাইক লাইট ব্যবহার করে এবং ছিনিয়ে নিয়েছিল বিশ্বরেকর্ডের তকমা ।
সেটাই ছিল সেই কম্পানির সবথেকে প্রথম বিশ্ব রেকর্ড।
আরও পড়ুন : পুরানো হোক বা নতুন, কি করে বুঝবেন আপনার ফোন আসল না ডুপ্লিকেট ?
Here is a special record we have created, our first Guinness World Record (@GWR) by building the largest light mosaic logo in the world. The light mosaic was laid by assembling a staggering 9,590 bulbs.
The pictures speak for themselves. See how beautiful our logo looks. pic.twitter.com/2BVezHdfNX— Mi India (@XiaomiIndia) September 26, 2018
সেই শুরু । Xaiomi কম্পানি আরেকটি বিশ্বরেকর্ড হঠাৎ করেই চমকে দিল আমাদের সকলকে । এখানে তারা করলো পরস্পর 500 টি MI Store খোলার বিশ্বরেকর্ড ।
চীনের এই বিশ্ব বিখ্যাত কম্পানিটি ভারতে এরই মধ্যে অনেক MI Store খুলেছে । কিন্তু এবার তারা করলো অন্যরকম একটি চিন্তাভাবনা । তারা খুলল পরস্পর 500 টি নতুন MI Store ভারতের বিভিন্ন প্রান্তে এবং সেই গ্র্যান্ড ওপেনিং হলো অক্টোবরের 29 তারিখ ।
ঘোষণা করতে কিছুদিন সময় নিল Xiaomi । এটা ঘোষণা করার আগে তারা অপেক্ষা করছিল GWR -এর অফিশিয়াল Announcement-এর জন্য ।
https://twitter.com/XiaomiIndia/status/1064793229504192513
তবে আর যাই হোক এতগুলো MI Store খোলা হয়েছে শুধুমাত্র গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করার জন্যই নয় । ভারতে MI -এর তখন আরও বাড়ানোই তাদের লক্ষ্য দখলে ।
আরও পড়ুন : একটি ইউটিউব চ্যানেল শুরু করার জন্য কোন কোন গিয়ার লাগবে ?
Xiaomi -প্লানকে বলছেন ‘নিউ রিটেল মডেল’ । ভারতের জন্য যেখানে তারা চেষ্টা করছে গ্রাম্য এলাকায় সকল কাস্টমারকে ফ্ল্যাগশিপ স্টোরের এক্সপেরিমেন্ট দেওয়ার।
নিঃসন্দেহে তাদের এই প্লান ভারতে স্মার্টফোনের বাজারকে আরো জয় করবে।
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter ও Instagram -এ তে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !