কীভাবে আপনার Laptop/Desktop থেকে Whatsapp ব্যবহার করবেন ?
Whatsapp বিষয়ে আর বিস্তারিত পরিচয় দেবার কিছু নেই ।
বিশ্বের প্রায় প্রত্যেক মানুষ আজ প্রত্যেকদিন Whatsapp ব্যবহার করে।
তাদের দৈনন্দিন Message / Pictures / Videos অথবা Files তাদের প্রিয়জনের সাথে Share করার জন্য অথবা Free Voice Call বা Video Call করার জন্য ।
Launch করার পর ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়তে থাকে আর 2014 সালে Facebook এটিকে অবিশ্বাস্য ভাবে 14,18,63,50,00,000.00 টাকা দিয়ে কিনে নেয়।
আরও পড়ুন : কিভাবে কোন Software ছাড়াই YouTube থেকে সহজেই ভিডিও ডাউনলোড করতে পারবেন ?
এর পর থেকে প্রতিনিয়তই আসতে থাকে এর মধ্যে নানান নতুন Features । এবং তারই সাথে সাথে এটি হয়ে উঠতে থাকে আরও User Friendly ।
Whatsapp এর এই নানান প্রয়োজনীয় Feature গুলির মধ্যে অন্যতম হল Whatsapp Web।
Laptop বা Desktop থেকেই এখন Whatsapp ব্যবহার করুন! জেনে নিন কীভাবে । Click To Tweet
এখানে এই নিয়ম গুলো মেনে আপনি আপনার Whatsapp টিকে আপনার Laptop বা Desktop থেকেও ব্যবহার করতে পারবেন :
- আপনার Laptop বা Desktop থেকে আপনার Whatsapp ব্যবহার করার জন্য প্রথমেই আপনার Browser -এ গিয়ে টাইপ করুন web.whatsapp.com।
- সেখানে যে Page টি খুলবে তাতে একটি QR কোড থাকবে ।
- এর পর আপনার Mobile-এ Whatsapp চালু করুন ও উপরের ডান দিকের Dropdown মেনু তে Click করুন ।
- সেখানে পাবেন Whatsapp Web Option
- সেটিতে Click করলে একটি QR কোড রিডার খুলে যাবে ।
- সেই QR কোড রিডার তা দিয়ে আপনার Laptop বা Desktop এ যে কোড তা দেওয়া হয়েছে সেটাকে Scan করুন।
- ব্যাস । Scan করা মাত্রই এটা আপনার Mobile -এর সাথে Sync হয়ে যাবে।
- এবং আপনার মোবাইলর Whatsapp এর সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন।
আর আপনাকে আপনার Desktop/Laptop -এ কাজ করতে করতে বার বার Mobile-এ Whatsapp-এর Notification চেক করতে হবেনা।
আপনি আপনার Laptop বা Desktop থেকেই সমস্ত কিছু করতে পারবেন।
কয়েকটি বিষয় অবশ্যই জেনে নিন :
- এই সুবিধা পেতে আপনার Laptop বা Desktop- এর সাথে সাথে আপনার মোবাইল টিকেও Internet -এর সাথে Connect থাকতে হবে।
- Playstore-এ অনেক Whatsapp Web Application আছে। কিন্তু এগুলির কোনটিই Whatsapp-এর নিজস্ব Whatsapp Web Application নয় । তাই এগুলি ব্যাবহার না করাই ভালো। এগুলি ব্যবহার করলে যেকোনো সময় আপনার ব্যক্তিগত নানান তথ্য Leak হয়ে যেতে পারে।
- এইসব Fake Whatsapp Web Application গুলি ব্যবহার করে অতি সহজেই আপনার Whatsapp এর সব Details অন্য কেউ কপি করে নিতে পারে। তাই আপনার Mobile Phone -এর Security সম্পরকে যত্নবান হন।
আরও পড়ুন :
-
Online Shopping করার সময় কোন কোন বিষয়গুলি আপনাকে ঠকে যাওয়া থেকে বাঁচাবে অবশ্যই জেনে নিন !
-
কীভাবে অন্য কেউ আপনার Facebook Account ব্যবহার করছে কিনা তা সহজেই জানতে পারবেন?
Post টিকে Share করে আপানর Friend-দের জানাতে ভুলবেন না।
আপনি কি Whatsapp Web ব্যবহার করেন ? কেমন লাগে আপনার Whatsapp Web ? তা নিচে Comment করে আমাদের অবশ্যই জানান ।
Technology-সম্পর্কে আরও অনেক তথ্য জানতে আমাদের সাথে থাকুন।