সত্যি সত্যিই কি BFF লিখলে জানা যাবে আপনার Facebook Profile হ্যাক করা হয়েছে কিনা ? জেনে নিন আসল সত্যটা!
কিছুদিন ধরে Facebook -এ একটি Post আগুনের মতো ছড়িয়ে পড়ছে ।
যেখানে বলা হচ্ছে Post টিতে BFF লিখে Comment করতে।
আরও বলা হচ্ছে যে BFF হল Mark Zuckerberg -এর এক যুগান্তকারী আবিষ্কার । এর মাধ্যমে আপনি নাকি অতি সহজেই জানতে পারবেন আপনার Facebook Account হ্যাক করা হয়েছে কিনা।
আরও পড়ুন : International Space Station সম্পর্কে এই অবাক করা তথ্য গুলি জানেন কি?
পোস্ট টির আরও গভীরে গেলে বোঝা যাচ্ছে যে সেই পোস্ট টিতে BFF লিখে Comment করার পর যদি কারোর লেখাটি সবুজ হয়ে যায় এবং দুটি হাতে তালি বাজানোর ছবি দেখা যায় তাহলে বুঝতে হবে তার Facebook Account হ্যাক করা হয়নি ।
[bctt tweet=”সত্যিই কি জানা যাবে এর মাধ্যমে আপনার Facebook Account হ্যাক করা হয়েছে কিনা ? জেনে নিন আসল সত্যটা।” username=”shresthoblog”]আর যদি তা না হয় তাহলে তার Facebook Account হ্যাক করা হয়েছে বা হ্যাক করার চেষ্টা করা হচ্ছে।
আসলে এটি সত্যিই Mark Zuckerberg -এর যুগান্তকারী আবিষ্কার?
সত্যিই কি জানা যাবে এর মাধ্যমে আপনার Facebook Account হ্যাক করা হয়েছে কিনা ?
জেনে নিন আসল সত্যটা।
BFF শব্দ টির আসল সম্পূর্ণ অর্থ হল ” Best Friends Forever “ । অন্যান্য অনেক শব্দের মতো এই শব্দ টিকে Facebook রেখেছে বিশেষ শব্দ তালিকায় ।
Facebook এটিকে বলছে Text Delight Feature। এই Feature -এর অন্তর্গত বিশেষ বিশেষ কয়েকটি শব্দে Facebook-এর তরফে দেওয়া থাকছে লুকানো Animations ।
এই Feature-এর অন্তর্গত এই বিশেষ বিশেষ কয়েকটি শব্দ যদি Status Update বা Comment -এ ব্যবহার করা হয় তাহলে তাতে থাকা লুকানো Animations গুলি দেখতে পাওয়া যায়।
এগুলি সবথেকে ভালো বোঝা যায় Desktop বা Laptop থেকে ।
যদি আপনার Mobile-এর Facebook Application -এ এটি বোঝা না যায় তাহলে আপনার Facebook App টিকে Update করুন । তাহলেই হবে।
এর মাধ্যমে কি সত্যিই আপনার Facebook Profile হ্যাক করা হয়েছে কিনা বোঝা যাবে ?
না। সেটি কখনই সম্ভব না।
কিছু Page -এর Admin -রা মানুষ কে ভয় পাইয়ে কিছু Like, Comment ও Share পাওয়ার জন্য এই কুকীর্তি গুলি করে।
এর ফলে আপনি কখনই জানতে পারবেন না আপনার Facebook Profile হ্যাক করা হয়েছে কিনা কিন্তু সেই অসৎ Admin -রা আপনার Like, Comment ও Share পেয়ে তাদের Page টিকে সকলের মধ্যে আরও ছড়িয়ে দিতে পারবে। এতে আখেরে লাভ হবে শুধুমাত্র তাদের।
তাই গুজব থেকে দুরে থাকুন।
এই পোস্ট টিকে এত Share করুন যাতে আর কেউ সেই অসাধু Admin দের ফাঁদে পা না দেয়।
আরও পড়ুন :